Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্যান্টিনে খেয়ে হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ের ১৮ ছাত্র হাসপাতালে


৯ আগস্ট ২০১৮ ১১:০৮

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

দিনাজপুর : ক্যান্টিনের খাবার খেয়ে দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্তত ৪০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। এদের মধ্যে ১৮ জনকে দিনাজপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা খাদ্য বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, মঙ্গলবার (৭ আগস্ট) রাতে বিশ্ববিদ্যালয়ের জিয়া হলের তরিকুল ক্যান্টিনে ব্রয়লার মুরগির মাংন, আলু ভর্তা ও খিচুড়ি খান প্রায় ৬০ জন শিক্ষার্থী। এদের মধ্যে পেটে ব্যাথা, বমিসহ জ্বরে আক্রান্ত হয়ে পড়লে প্রায় ৪০ জন শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের মেডিসিন সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

তবে বুধবার (৯ আগস্ট) দিনভর চিকিৎসা দেওয়ার পরেও অবস্থার উন্নতি না হওয়ায় রাত সাড়ে ৮ টার দিকে ১৮ জন শিক্ষার্থীকে দিনাজপুরের জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এর আগেও ওই ক্যান্টিনের খাবার খেয়ে শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার ঘটনা ঘটে।

দিনাজপুর জেনারেল হাসপাতালের মেডিসিন বিভাগের কনসালটেন্ট ডা. ওয়াহেদুল হক জানান, ভর্তি হওয়া শিক্ষার্থীরা সবাই খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছে। তাদের যথাযথ চিকিৎসা দেওয়া হচ্ছে।

সারাবাংলা/এসএমএন

বিষক্রিয়া হাজী দানেশ বিশ্ববিদ্যালয়

বিজ্ঞাপন

নতুন বার্সেলোনায় মুগ্ধ মেসি
২৩ নভেম্বর ২০২৪ ১০:৫৫

মাদকের টাকার জন্য মা'কে খুন
২৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৭

আরো

সম্পর্কিত খবর