এখানে কোনো অদৃশ্য খেলা নেই: রিজভী
৯ আগস্ট ২০১৮ ১৪:২০
।। স্টাফ করেসপন্ডেন্ট।।
ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের উদ্দেশ্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ওবায়দুল কাদের সাহেব বলেছেন দেশে নাকি নানা অশুভ খেলা চলছে। আমি তাকে মনে করিয়ে দিতে চাই, দেশে অশুভ সরকার থাকলে জনগণগ অঙ্গীকারাবদ্ধ হয়ে যে খেলায় অবতীর্ণ হয় তা প্রকাশ্য ও ন্যায়সঙ্গত।
বৃহস্পতিবার (৯ আগস্ট) বেলা সাড়ে ১১টায় বিএনপির নয়াপল্টন কার্যালয়ে সংবাদ সম্মেলনে রিজভী এ কথা বলেন।
তিনি বলেন, ‘অশুভ সরকার ক্ষমতায় থাকলে তার বিরুদ্ধে দৃশ্যমান সমালোচনা, প্রতিবাদ, প্রতিবাদ মিছিল ও সমাবেশ যা হচ্ছে তা জনগণের পক্ষের শক্তির খেলা। এখানে কোনো অদৃশ্য খেলা নেই।’
নিরাপদ সড়কের দাবিতে ছাত্র আন্দোলনের প্রসঙ্গ উল্লেখ করে রিজভী বলেন, ‘আন্দোলনের প্রথম দিকে পড়ুয়াদের আন্দোলন নিয়ে সরকারের সহানুভূতি ছিল ‘ছলনামাত্র।’ ছাত্রলীগ-যুবলীগ দিয়ে আন্দোলন দমানোর জন্য প্রস্তুতি চলছিল। এর প্রমাণ দুইদিন পরেই দেখা গেল। অশুভ সরকারের স্বমূর্তিতে প্রকাশ হওয়া দেখা গেল যখন হেলমেট পরিহিত আওয়ামী সশস্ত্র ক্যাডাররা ঝাঁপিয়ে পড়ে কচি শিশু-কিশোরদের ওপর। শিশু-কিশোর শিক্ষার্থী ও সাংবাদিকদের রক্ত দেখে আনন্দিত হলো সরকার।’
তিনি বলেন, ‘ছাত্রলীগ আন্তর্জাতিকভাবে টেররিস্ট হিসেবে চিহ্নিত হয়েছে। এখন প্রধানমন্ত্রী ও ওবায়দুল কাদের সাহেবরা সেই ছাত্রলীগ সন্ত্রাসীদের বাঁচাতেই হাসপাতালে ভর্তি দেখিয়ে তামাশা করছেন। তাদের বাঁচানোর পাঁয়তারা করছেন। কিন্তু এরা রেহাই পাবে না। তাদের এই সন্ত্রাসী কর্মকাণ্ডের ভিডিও ও ছবি পরিচয়সহ যেমন দেশি-বিদেশি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে তেমনি আমাদের কাছেও সংরক্ষিত আছে।’
তিনি বলেন, ‘নির্যাতিত আন্তর্জাতিকখ্যাতি সম্পন্ন আলোকচিত্রী ড. শহিদুল আলমকে উচ্চ আদালত চিকিৎসার নির্দেশ দিয়েছেন, কিন্তু সরকারি প্রতিষ্ঠান বিএসএমএমইউ সরকারের হুকুমে তাকে ভর্তি নেয়নি। এরা কতটা নিষ্ঠুর যে, একজন নির্যাতনে অসুস্থ ব্যক্তির চিকিৎসার জন্য উচ্চ আদালতের আদেশের বিরুদ্ধে সর্বোচ্চ আদালেত আপিল করেছেন, যেন শহিদুল আলম হাসপাতালে সুচিকিৎসা না পান।’
রিজভী আরো বলেন, ‘এই ঘটনায় আবারো কি প্রমাণ করার দরকার আছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই পিজি হাসপাতালে সু-চিকিৎসা পাবেন? ঐ হাসপাতালে সরকারি নির্দেশের বাইরে কোন চিকিৎসা হয় না। ভিন্ন মতালম্বীদের সেখানে সুচিকিৎসার কোনো সুযোগ নেই।’
সারাবাংলা/এসও/একে
আওয়ামী লীগ ওবায়দুল কাদের ছাত্র আন্দোলন ছাত্রলীগ বিএনপি রিজভী