Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গুজব রটিয়ে সহিংসতার আহবান, গ্রেফতার আরও দুই


৯ আগস্ট ২০১৮ ১৫:০০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। সিনিয়র করেসপন্ডেন্ট।।

ঢাকা: অনলাইন নিউজ পোর্টালে ভূয়া নিউজ করা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব রটিয়ে সহিংতার আহবান জানানোর অভিযোগে আরও তিনজনকে গ্রেফতার করেছে ডিএমপির সাইবার ক্রাইম ইউনিট।

বুধবার (৮ আগষ্ট) দিবাগত মধ্যরাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এরা হলেন, ভুয়া নিউজ প্রচারের দায়ে অনলাইন নিউজ পত্রিকা জুম বাংলার সিইও ইউসুফ চৌধুরী (৪০) ও বুয়েটের ছাত্র দাইয়ান আলম (২২)।

বৃহস্পতিবার (৯ আগষ্ট) দুপুরে সাইবার ক্রাইম ইউনিটের অতিরিক্ত উপ কমিশনার নাজমুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

দাইয়ান কে রমনা থানার ৫-৮-২০১৮ তারিখের ৮ নং মামলায় এবং ইউসুফকে ১-৮-২০১৮ তারিখের ১ নং মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এ সময় তাদের কাছ থেকে কম্পিউটার, মোবাইল, ল্যাপটপ সহ ফেসবুক আই ডি ও গ্রুপ জব্দ করা হয়।

বিজ্ঞাপন

বুয়েটের ছাত্র দাইয়ান ফেসবুক লাইভ ও পোস্টসহ নানান কন্টেন্ট পোস্ট ও শেয়ার করে চলমান স্বাভাবিক আন্দোলন কে সহিংস করতে ভুমিকা রাখে বলে তদন্তে জানা যায়। রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে এদের আসল উদ্দেশ্য জানা যাবে।

জুম বাংলা অনেক দিন ধরে অনলাইনে হলুদ সাংবাদিকতা করে যাচ্ছে। কোন তথ্য প্রমান ছাড়াই ভুয়া নিউজ প্রচার করে সাংবাদিকতার বেসিক এথিক্স এর বাইরে গিয়ে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রচার করে জনগনকে বিভ্রান্ত করছে। সম্প্রতি চলমান আন্দোলনের সময় সে পুলিশ এর অযৌক্তিক ও অপ্রাসঙ্গিক ছবি প্রকাশ করে আন্দোলনকে উস্কে দেয়।

অনলাইনে গুজব কারীদের বিরুদ্ধে সাইবার অপরাধ বিভাগের এই অভিযান অব্যাহত থাকবে।

এর আগে গত ৭ আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোর অভিযোগে তৌহিদুল ইসলাম তুষার (২৪), ওয়ালিউল্লাহ (২৮), সাইফুল ইসলাম (২২), মো: ইহসান উদ্দিন ইফাজ (১৮) সৈয়ত নূরুল আলম।

উল্লেখ্য যে, রমনা থানার অপর এক মামলায় মাহবুবুর রহমান আরমান(৩০), আলমগীর হোসেইন(২৭) ও সাইদুল ইসলাম(৩১) ইতোমধ্যে ৫ দিনের পুলিশ রিমান্ডে রয়েছে। তাদের কাছ থেকে গুরত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তাদের ফেসবুক লিংকসমুহ যাচাই বাছাই করে অনেকের যোগসূত্রও পাওয়া গেছে।

সারাবাংলা/ইউজে/জেএএম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর