।। সিনিয়র করেসপন্ডেন্ট।।
ঢাকা: রাজধানীর মিরপুরের গাবতলী বাসস্ট্যান্ড থেকে মো. নিজাম নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। তার দেওয়া তথ্য অনুযায়ী দারুসসালাম থানাধীন গাবতলী এলাকা থেকে ৫ কেজি হিরোইন জব্দ করা হয়। যার আনুমানিক মুল্য ২ কোটি টাকা।
বুধবার (৮ আগষ্ট) মধ্যরাতে তাকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার (৯ আগষ্ট) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে মিডিয়া শাখার উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান এসব তথ্য জানান।
তিনি বলেন, পুলিশ দীর্ঘদিন ধরে মাদকব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। কাউন্টার টেররিজম ইউনিট বড় কোন চালানের তথ্য পেলে অভিযান চালিয়ে থাকে। এরই অংশ হিসেবে রাতে অভিযানটি চালায় সিটিটিসি।
ডিসি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজাম জানিয়েছে, দীর্ঘ দিন ধরে তিনি চাপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে হেরোইনসহ মাদকদ্রব্য ঢাকায় নিয়ে আসেন। এবারও তিনি চাপাইনবাবগঞ্জ থেকেই হেরোইন নিয়ে ঢাকায় আসেন। এরপর তিনি বিভিন্ন লোকের কাছে তা সরবরাহ করতেন।
ডিসি বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, নিজামের সাথে ভারত ও পাকিস্তান কেন্দ্রিক একটা নেটওয়ার্ক আছে। যাকে কাজে লাগিয়ে হেরোইন পাচার ও বিক্রির কাজে জড়িত। এর আগে তিনি হেরোইনের বড় চালান চাপাইনবাবগঞ্জ হয়ে ঢাকায় নিয়ে আসে। ঢাকায় তার ক্রেতা কারা আমরা তা জানার চেষ্টা করছি। এমনকি খুচরা পর্যায়ের যারা হেরোইন কিনত তাদেরও আমরা আইনের আওতায় নিয়ে আসব।
ডিসি মাসুদর রহমান আর বলেন, মাদক ছাড়াও নিজাম অস্ত্র ব্যবসার সাথে জড়িত রয়েছে বলে তিনি স্বীকার করেছেন। তাকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আদালতে পাঠিয়ে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। রিমান্ড পেলে তার সম্পর্কে আরও বেশ কিছু তথ্য বেরিয়ে আসবে।
সংবাদ সম্মেলনে সিটিটিসির উপ কমিশনার এইচ এম আবদুর রফিক ও অতিরিক্ত উপ কমিশনার মাহফুজ ইসলাম উপস্থিত ছিলেন।
সারাবাংলা/ইউজে/জেএএম