নোবিপ্রবির উপাচার্য আড়াই ঘণ্টা অবরুদ্ধ
৯ আগস্ট ২০১৮ ১৫:৩৮
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
নোয়াখালী : নয় দফা দাবিতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য এম অহিদুজ্জামানকে অবরুদ্ধ করে রেখেছিলেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। সেইসঙ্গে প্রশাসনিক ভবনেও তালা ঝুলিয়ে দেওয়া হয়।
পরে দাবি পূরণের আশ্বাস দিলে আড়াই ঘণ্টা পর তালা খুলে উপাচার্যকে মুক্ত করা হয়।
বৃহস্পতিবার (৯ আগস্ট) সকাল ৯টার দিকে নিজ কার্যালয়ে প্রবেশ করেন উপাচার্য। এরপরপরই উপাচার্যের দপ্তরসহ বিভিন্ন প্রশাসনিক দপ্তরে তালা দেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
যে সব দাবিতে এই বিক্ষোভ সেগুলো হলো-আবাসিক সমস্যার স্থায়ী সমাধান, ২৪ ঘণ্টা চিকিৎসা সেবা দেওয়া, আগের ব্যাকলগ প্রথা পুনর্বহাল, মানোন্নয়ন পরীক্ষার ন্যূনতম জিপিএ ২.৫ করা, ব্যাকলগ ও ইমপ্রুভমেন্ট পরীক্ষার ফি (প্রবেশপত্রসহ) ৩০০ টাকা করা, বিএনসিসি ও রোভার স্কাউটের জন্য বাৎসরিক ফি বাতিল করা, স্নাতকের সকল ক্রেডিট পূরণের জন্য ১৪ সেমিস্টার সুযোগ দেওয়া, অসুস্থ শিক্ষার্থীদের জন্য সিক বেডে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা এবং আবাসিক হলের ডাইনিংয়ে ভর্তুকি দেওয়া।
শিক্ষক সমিতির সভাপতি আবদুল্লাহ আল মামুন জানান, এর আগে গত ৭ আগস্টও উপাচার্যের কার্যালয় ঘেরাও করেছিল শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়ায় আজ তাকে আড়াই ঘণ্টা অবরুদ্ধ করে রাখা হয়। পরে দাবি পূরণের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা।
সারাবাংলা/এসএমএন