Monday 21 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সড়কে নানা অনিয়ম, রাঙ্গামাটিতে ভ্রাম্যমান আদালতের অভিযান


৯ আগস্ট ২০১৮ ১৫:৫৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

রাঙামাটি : সড়কে নানা অনিয়মের অভিযোগে রাঙ্গামাটিতে ১৬ জনকে আটক করে দুই হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত এসব জরিমানা করেন।

রাঙ্গামাটির বনরূপা পুলিশ চেকপোস্ট সড়কে ভ্রাম্যমান আদালত মোটরযান অধ্যাদেশ-১৯৮৩ আইনে বিভিন্ন ধারায় এসব জরিমানা করেন।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল হকসহ বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) মোটরযান পরিদর্শক, জেলা প্রশাসনের পেশকার মো. নজরুল ইসলাম, ট্রাফিক পরিদর্শক নীতি বিকাশ দত্ত এবং রাঙ্গামাটি জেলা পুলিশের সদস্যরা উপস্থিত থেকে ভ্রাম্যমান আদালতকে সহযোগীতা করেন।

বিজ্ঞাপন

অন্যদিকে, রাঙ্গামাটির বেতবুনিয়া এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত মোট ১২টি মামলা রেকর্ড করেন এবং চার হাজার ২০০ টাকা জরিমানা আদায় করেন।

রাঙ্গামাটি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল হক বলেন, সড়কে যেন দুর্ঘটনা না ঘটে এবং ফিটনেসবিহীন গাড়ি, ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র ছাড়া চালকরা চলাচল করতে না পারেন সেজন্য ভ্রাম্যমান আদালত পরিচালনা অব্যাহত থাকবে।

সারাবাংলা/এসএমএন

ভ্রাম্যমান আদালত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর