Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রিমান্ড শেষে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ২২ শিক্ষার্থী কারাগারে


৯ আগস্ট ২০১৮ ১৭:৫৩

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: রাজধানীর বিভিন্ন জায়গায় নিরাপদ সড়কের আন্দোলনের সময় পুলিশের উপর হামলা ও ভাঙচুরের অভিযোগের দুই মামলায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ২২ ছাত্রকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৯ আগস্ট) দুপুরে ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদার আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারাগারে যাওয়া আসামিরা হলেন- রিসালাতুন ফেরদৌস, রেদোয়ান আহম্মেদ, রাশেদুল ইসলাম, বায়েজিদ, মুশফিকুর রহমান, ইফতেখার আহম্মেদ, রেজা রিফাত আখলাক, এএইচএম খালিদ রেজা ওরফে তন্ময়, তরিকুল ইসলাম, নূর মোহাম্মদ, সীমান্ত সরকার, ইকতিদার হোসেন, জাহিদুল হক ও হাসান, আজিজুল করিম অন্তর, সামাদ মর্তুজা বিন আহাদ, ফয়েজ আহম্মেদ আদনান, সাবের আহম্মেদ উল্লাস, মেহেদী হাসান, শিহাব শাহরিয়ার, সাখাওয়াত হোসেন নিঝুম ও আমিনুল এহসান বায়েজিদ।

মামলা দু’টি রাজধানীর বাড্ডা ও ভাটারা থানায় দায়ের করা হয়েছিল। আসামিদের মধ্যে প্রথম ১৪ জন বাড্ডা থানার এবং শেষের ৮ জন ভাটারা থানার মামলার আসামি। আর এরা বেসরকারি ইস্ট ওয়েস্ট, নর্থসাউথ, সাউথইস্ট ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

বাড্ডা থানার মামলার তদন্ত কর্মকর্তা জুলহাস মিয়া ও ভাটারা থানার মামলার তদন্ত কর্মকর্তা এসআই হাসান মাসুদ দুই দিনের রিমান্ড শেষে আসামিদের আদালতে হাজির করেন। এসময় তারা মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন।

অপরদিকে, অভিযুক্ত ২০ জনের পক্ষে জামিন শুনানি করেন ঢাকা বারের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহমান হাওলাদারসহ কয়েকজন আইনজীবী। বাকি দুই আসামি রেদোয়ান ও তরিকুলের জামিন শুনানির জন্য আগামী রোববার দিন ধার্য করার আবেদন করেন।

বিজ্ঞাপন

রাষ্ট্রপক্ষে সংশ্লিষ্ট থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা মো. আবু হানিফ জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন। আর দুই আসামির জামিন শুনানির জন্য রোববার দিন ধার্য করে দেন।

এর আগে গত মঙ্গলবার ২২ আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

সারাবাংলা/এআই/এমও

নিরাপদ সড়ক চাই রিমান্ড

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর