Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শনিবার আংশিক সূর্যগ্রহণ


৯ আগস্ট ২০১৮ ১৯:০৪

।। সারাবাংলা ডেস্ক।।

ঢাকা: আগামী শনিবার (১১ আগস্ট) আংশিক সূর্যগ্রহণ হবে। সূর্যগ্রহণটি বাংলাদেশ থেকে দেখা যাবে না বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়, ঢাকার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

বৃহস্পতিবার (৯ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, জলবায়ু মহাশাখা থেকে জানানো যাচ্ছে যে, আগামী শনিবার ১১ আগস্ট আংশিক সূর্যগ্রহণ ঘটবে। ঐদিন দুপুর ২ টা ২ মিনিট ১৮ সেকেন্ড বিএসটিতে গ্রহণটি শুরু হয়ে ৫ টা ৩০ মিনিট ৩৬ সেকেন্ড বিএসটিতে গ্রহণ শেষ হবে।

ঐদিন ৫ টা ৪৬ মিনিট ১৮ সেকেন্ড বিএসটিতে কেন্দ্রীয় গ্রহণ ঘটবে। গ্রহণটির সর্বোচ্চ মাত্রা হবে ০.৭৩৬। বাংলাদেশে গ্রহণটি দেখা যাবে না।

তবে কানাডার নিউ ফাউন্ডল্যান্ড প্রদেশ হতে চীনের শিয়ান শহর পর্যন্ত গ্রহণটি দৃশ্যমান হবে।

সারাবাংলা/একে

আইএসপিআর সূর্যগ্রহণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর