ইয়েমেনে স্কুল বাসে বিমান হামলায় নিহত ৪৩
৯ আগস্ট ২০১৮ ১৯:২৮
।। আন্তর্জাতিক ডেস্ক ।।
ইয়েমেনের বিদ্রোহী নিয়ন্ত্রিত উত্তরাঞ্চলে একটি স্কুলবাসে বিমান হামলায় ৪৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৬১ জন। নিহতদের মধ্যে অনেকই শিশু এবং তাদের বয়স দশ বছরেরও কম বলে রেডক্রসের বরাতে জানায় বিবিসি। বৃহস্পতিবার (৯ আগস্ট) শাদা প্রদেশের দাহান বাজার সংলগ্ন এলাকায় স্কুল বাসটি যাতায়াতের পথে এই হামলা চালনো হয়।
ভয়াবহ এই বিমান হামলা চালিয়েছে সৌদি-আমিরাত নেতৃত্বাধীন সামরিক জোট। তবে ইয়েমেনের সরকারপন্থী ও সৌদি-আমিরাত নেতৃত্বাধীন জোট থেকে বলা হয়, হামলাটি বৈধ ছিল। এতে আন্তর্জাতিক নিয়ম বা মানবাধিকার ভঙ্গ করা হয়নি।
জোটের মুখপাত্র তুর্কি আল মালিকি বলেন, সৌদি আরবের দক্ষিণাঞ্চলের জিজান প্রদেশে বেসামরিক লোকদের ওপর হুতি বিদ্রোহীদের ব্যালেস্টিক মিসাইলের জবাবে এই হামলা চালানো হয়েছে। তিনি দাবি করেন তারা কখনো বেসামরিক নাগরিকদের ওপর হামলা করেন না।
ইয়েমেনে রেডক্রসের পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় হাসাপাতালে আহতরা ভর্তি হচ্ছেন। তাদের চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।
উল্লেখ্য, ইয়েমেনে শাদা প্রদেশ হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে যাওয়া পর ২০১৪ থেকে বিভিন্ন সংঘর্ষে দশ হাজার মানুষ প্রাণ হারায়। হতাহতের বেশিরভাগই বেসামরিক নাগরিক। ইয়েমেনে সরকার ও বিদ্রোহীদের চলা সহিংসতায় এ পর্যন্ত ৫ হাজার শিশু মারা গেছে বলে জানিয়েছে ইউনিসেফ।
সারাবাংলা/এনএইচ
আরও পড়ুন,
সৌদি জোটের বিমান হামলা, ইয়েমেনে দুই দিনে নিহত ৭০