Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোটি টাকা আত্মসাৎ, বেপজা ক্যাশিয়ারের বিরুদ্ধে দুদকের চার্জশিট


৯ আগস্ট ২০১৮ ১৯:৩২

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা: ভুয়া বিল তৈরি ও স্বাক্ষর জাল করে ১ কোটি ৩৪ লাখ টাকা আত্মসাতের ঘটনায় বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) ক্যাশিয়ার ও এক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলার চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (৯ আগস্ট) দুদক এ অনুমোদন দিয়েছে বলে সারাবাংলাকে জানিয়েছেন সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য। তিনি জানান, মামলার আসামিরা হচ্ছেন বেপজার ক্যাশিয়ার রোকনুজ্জামান ও মেসার্স আরিয়ান মাল্টি মিডিয়ার স্বত্ত্বাধিকারী ফিরোজ কবির।

এর আগে, অর্থ আত্মসাতের এ ঘটনায় ২০১৭ সালের ১৪ মেবেপজার উপ-মহাব্যবস্থাপক তোফাজ্জেল হোসেন বাদী হয়ে ধানমন্ডি থানায় মামলা দায়ের করেন। আর এ মামলার তদন্তকারী কর্মকর্তা হিসেবে আছেন দুদকের সহকারী পরিচালক মুহাম্মদ মোয়াজ্জেম হোসেন।

মামলার বিবরণী থেকে জানা যায়, আসামিরা পরস্পরের যোগসাজশে ১ কোটি চৌত্রিশ লাখ ৮৫ হাজার ৪৯৮ টাকা ভুয়া বিল ভাউচার ও অ্যাডভাইস প্রস্তুত করে। পরে তারা বেপজার আইসিবি ইসলামী ব্যাংকের কারওয়ান বাজার শাখা থেকে একটি জাল স্বাক্ষরের মাধ্যমে ওই টাকা উত্তোলন করে আত্মসাৎ করে।

আরও পড়ুন: ছাড়া পেলেন হাসনাত করিম

সারাবাংলা/ইএইচটি/এমও

বিজ্ঞাপন
সর্বশেষ

দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১০:৫০

সম্পর্কিত খবর