Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশে উত্তর কোরিয়ার পরবর্তী রাষ্ট্রদূত পাক সং ইয়প


১০ আগস্ট ২০১৮ ০০:০৯

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: কূটনীতিক পাক সং ইয়প উত্তর কোরিয়ার পক্ষে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হতে যাচ্ছেন। উত্তর কোরিয়া সরকার বুধবার (৮ আগস্ট) পাক সং ইয়পকে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূতের পদে মনোনীত করেছে বলে বৃহস্পতিবার (৯ আগস্ট) জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা দ্য কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ)।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, বাংলাদেশে উত্তর কোরিয়ার বর্তমান রাষ্ট্রদূত রি সং হিয়নের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তার পদে পাক সং ইয়পকে মনোনীত করা হয়েছে।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে গত ৫ আগস্ট বিদায়ী সাক্ষাৎ করেছেন রাষ্ট্রদূত রি সং হিয়ন। রাষ্ট্রদূত রি সং হিয়ন গত ২০১৩ সালে উত্তর কোরিয়ার পক্ষে বাংলাদেশের রাষ্ট্রদূত পদে নিযুক্ত হন।

সারাবাংলা/জেআইএল/টিআর

বিজ্ঞাপন
সর্বশেষ

শরৎ বাংলাদেশের কোমল স্নিগ্ধ এক ঋতু
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৫৪

সম্পর্কিত খবর