Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতে পাচারের সময় উদ্ধার হলো ২ কেজি স্বর্ণ


১০ আগস্ট ২০১৮ ১২:২০

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

ভারতে পাচারের সময় দুই কেজি স্বর্ণসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১০ আগস্ট) সকালে যশোরের বেনাপোল বাজার থেকে ১১টি স্বর্ণের বারসহ  দুইজনকে গ্রেপ্তার করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গ্রেপ্তার দুইজন হলেন, বেনাপোলের ভবেববেড় গ্রামের ইব্রাহিম হোসেনের ছেলে ইশ্রাফিল হোসেন (৩৫) এবং দৌলতপুর গ্রামের আবুল কাসেমের স্ত্রী সফুরা বেগম (৪৮)।

৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল আরিফুল হক জানান, বিপুল পরিমান স্বর্ণ বেনাপোল বাজার দিয়ে ভারতে পাচার হচ্ছে বলে তাদের কাছে খবর আসে। এমন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল সকালে বেনাপোল বাজারে অভিযান চালায়। এসময় দুই কেজি স্বর্ণসহ দুই পাচারকারীকে গ্রেপ্তার করা হয়।

দুই ব্যক্তির সঙ্গে থাকা ব্যাগ তল্লাশী করে দুই কেজি ওজনের ১১টি সোনার বার জব্দ করা হয়। এর মধ্যে একটি বারের ওজন এক কেজি ও বাকী ১০ টির ওজন এক কেজি। এসব স্বর্ণের আনুমানিক দাম অন্তত ৯৮ লাখ টাকা বলে জানান আরিফুল হক। জব্দ করা এসব স্বর্ণের বার বেনাপোল কাস্টম হাউসে জমা দেওয়া হয়েছে উল্লেখ করে এই বিজিবি কর্মকর্তা বলেন, দুইজনের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে।

সারাবাংলা/এসএমএন

চোরাচালানের স্বর্ণ উদ্ধার

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর