।। স্টাফ করেসপন্ডেন্ট।।
ঢাকা: রাজধানীর লালবাগে সাত বছর ও নয় বছরের দুই শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে থানায় মামলা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
গত মঙ্গলবার ৭ আগস্ট দুপুর ২টার দিকে যৌন নিপীড়নের ঘটনা ঘটে বলে ভুক্তভোগী দুই শিশুর পরিবার জানিয়েছে।
শিশু দুইটিকে শুক্রবার শারীরিক পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
শিশুর বাবা জানান, শহীদনগরে একটি বহুতল বাসার ৪র্থ তলায় ৭ বছর বয়সী মেয়ে সহ ভাড়া থাকেন তিনি। একই বাসার নিচ তলায় থাকে ৯ বছরের অপর স্কুলছাত্রীও। এদের একজন চতুর্থ শ্রেণিতে আরেকজন তৃতীয় শ্রেণীতে পড়েন।
প্রায় এক মাস ধরে শিশু দুইটিকে যৌন নিপীড়ন করে আসছিলেন ২য় তলার ভাড়াটিয়া শুক্কুর আলী (৩০)। গত ৭ আগস্ট বেলা ২টার দিকে একই ভবনের ২য় তলার শুক্কুর আলী (৩০) নামের এক ব্যক্তি একশ টাকার লোভ দেখিয়ে তার মেয়েকে ২য় তলার রুমে নিয়ে যান। সেখানে তাকে যৌন নিপীড়ন করে। একই সময় অপর শিশুটিও সেখানে গেলে তাকেও নিপীড়ন করে।
পরে শিশু দুটি ঘটনা বলে দিলে স্থানীয় বিচার শালিশের মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করা হয়। কোনো সমাধান না হলে গতকাল লালবাগ থানায় নিজে বাদী হয়ে মামলা করেন এক শিশুর বাবা।
লালবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম জানান, গতকাল বৃহস্পতিবার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করে ভুক্তভোগী সাতবছর বয়সী শিশুর বাবা। মামলা নং- ৯। পরে মামলায় অভিযুক্ত শুক্কুর আলীকে গ্রেফতার করা হয়। শিশু দুটিকে ঢামেক হাসপাতালের ওসিসি’তে ভর্তি করা হয়েছে।
এসআই আরো জানান, এর আগেও একাধিকবার শুক্কুর আলী ৭ বছরের শিশুটিকে যৌন নিপীড়ন করেছে বলে শিশুটি তাদের জানিয়েছে।
সারাবাংলা/এসএসআর/একে