Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বঙ্গবন্ধু হত্যায় পলাতক আসামিদের দণ্ড কার্যকরের দাবি


১০ আগস্ট ২০১৮ ১৫:৫৯

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় ফাঁসির দণ্ড প্রাপ্ত পলাতক আসামিদের সাজা কার্যকরের দাবি জানিয়েছে বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ। শুক্রবার( ১০ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে একথা বলা হয়।

সংগঠনটি থেকে দাবি জানিয়ে বক্তারা বলেন, বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের দেশে ফিরিয়ে এনে তাদের ফাঁসি কার্যকর করতে হবে।

সমাবেশ থেকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে ও আইনের শাসন প্রতিষ্ঠায় শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করার অঙ্গীকার করা হয়। উন্নয়নের চাকা সচল রাখতে আগামী জাতীয় নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী করার জন্য সকলের প্রতি আহ্বান জানান বক্তারা।

এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, সংসদের সভাপতি অ্যাডভোকেট মো. নাজিম, সাধারণ সম্পাদক নোমান হোসেন তালুকদার, সহ-সভাপতি বিকাশ মজুমদার জয়, যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ বিন সাঈদ, সাংগঠনিক সম্পাদক এম সাচ্চু আহম্মেদ, ঢাকা মহানগর উত্তরের সভাপতি এইচ এম তৌহিদুল ইসলাম তুহিন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়া, মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক কুদরত-ই-এলাহী প্রমুখ ।

সারাবাংলা/এআই/এনএইচ

আরও পড়ুন,
বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে আনার তৎপরতা অব্যাহত রাখার সুপারিশ

পলাতক খুনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানববন্ধন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর