Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঝালকাঠিতে ‘গোপন বৈঠক’ থেকে ৮ জামায়াত নেতা আটক


১০ আগস্ট ২০১৮ ১৬:২৯

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

ঝালকাঠিতে জামায়াতে ইসলামীর আট নেতাকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরা গোপন বৈঠকে নাশকতার পরিকল্পনা করছিলেন বলে দাবি ডিবির।

শুক্রবার (১০ আগস্ট) বেলা ১১টার দিকে শহরের পূর্বচাঁদকাঠি এলাকার একটি পাঁচতলা ভবন থেকে আটজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন-জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন, সাবেক সম্পাদক বিএম আমিনুল ইসলাম, সদর থানা জামায়াতের সেক্রেটারি মাওলানা মনিরুজ্জামান, কেওড়া ইউনিয়ন জামায়াতের সভাপতি আবদুল মালেক সিকদার, রাজাপুর উপজেলা জামায়াতের সদস্য শাহজামাল হাওলাদার, বরিশাল জামায়াতের সদস্য কাওছার আহম্মেদ, ঝালকাঠি জেলা জামায়াতের রোকন জাকির হোসেন ও হাবিবুর রহমান।

ডিবি পুলিশ জানিয়েছে, পূর্বচাঁদকাঠির মরিয়ম ম্যানশনের পঞ্চম তলার একটি ফ্ল্যাটে ভাড়া থাকেন জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন। তাঁর বাসায় সকালে বৈঠকে বসেন জেলার শীর্ষ জামায়াত নেতারা। সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং নাশকতার পরিকল্পনায় এ বৈঠক চলছিল। এই খবর পেয়ে ঝালকাঠি গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. কামরুজ্জামান মিয়ার নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে বৈঠকে উপস্থিত আটজনকে আটক করে। তাদের ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানানো হয়েছে।

ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম এম মাহামুদ হাসান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বৈঠকের পুলিশের কাছে স্বীকার করেছেন। জিজ্ঞাসাবাদ শেষ হলে এ বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব হবে।

সারাবাংলা/এসএমএন

 

 

জামায়াতে ইসলামী ঝালকাঠি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর