Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এবার হজে যেতে পারছেন না ৬২৭ জন


১০ আগস্ট ২০১৮ ১৭:৩২

হজ যাত্রী, বাংলাদেশি হাজি, সৌদি আরব

।। সিনিয়র করেসপন্ডেন্ট।।

ঢাকা: নানা কারণে বাংলাদেশ থেকে এবার ৬২৭ জন হজ যাত্রী সৌদি আরব যেতে পারছে না।

শুক্রবার (১০ আগস্ট) হজ অফিসের পরিচালক সাইফুল ইসলাম এ তথ্য জানান।

তিনি জানান, হজ ইচ্ছুকরা নিবন্ধন করে রেখেছিলেন। কিন্তু অসুস্থতা, ব্যক্তিগত কারণে তারা হজে যেতে পারছে না। এছাড়া কারও কারও ভিসা সংক্রান্ত জটিলতাও রয়েছে।

এদিকে যাত্রী না পাওয়ায় শুক্রবার পর্যন্ত মোট ১০টি হজ ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

গতবছর ভিসা জটিলতায় যাত্রী না পেয়ে ২৪টি হজ ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছিল বিমান। তাতে ৪০ কোটি টাকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হয় রাষ্ট্রায়ত্ত এই বিমান পরিবহন সংস্থা।

সৌদি আরবের সঙ্গে চুক্তি অনুযায়ী বাংলাদেশ থেকে এবার এক লাখ ২৬ হাজার ১৯৮ জন হজ করার সুযোগ পাবেন। এর মধ্যে ৬ হাজার ১৯৮ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ১ লাখ ২০ হাজার জন বেসরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়ার কথা ছিল।

১৪ জুলাই শুরু হয়ে ১৫ অগাস্ট পর্যন্ত চলবে হজ ফ্লাইট। ২৭ অগাস্ট হজের ফিরতি ফ্লাইট শুরু হয়ে ২৫ সেপ্টেম্বর তা শেষ হবে।

সারাবাংলা/একে

বাংলাদেশি হাজি সৌদি আরব হজ যাত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর