‘রাজীব গান্ধীর হত্যাকারীদের মুক্তি দেওয়া যাবে না’
১০ আগস্ট ২০১৮ ১৭:৩৮
।। শুভজিৎ পুততুণ্ড ।।
কলকাতা: ভারতের প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর হত্যাকারীদের মুক্তি দেওয়া যাবে না। শুক্রবার ভারতের সুপ্রিম কোর্টকে এমনটাই জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। দেশের প্রধানমন্ত্রীর হত্যাকারীদের কিছুতেই মুক্তি দেওয়া যেতে পারে না বলে দাবি করেছে কেন্দ্রীয় সরকার।
বিগত ২৭ বছর ধরে ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে হত্যার দায়ে সাত হত্যাকারী এখনও কারাবন্দি। হত্যাকারীদের মুক্তি চেয়ে বারবার আবেদন করেছে তামিলনাড়ু সরকার। ২০১৫ সালে তামিলনাড়ু সরকার সুপ্রিম কোর্টে আবেদন করেছিলো বন্দিদের মুক্তি চেয়ে। সেই সময় শীর্ষ আদালত জানিয়ে দিয়েছিলো, কেন্দ্রীয় সিদ্ধান্ত ছাড়া ওই সাত বন্দির মুক্তি কিছুতেই সম্ভব নয়।
শুক্রবার (১০ আগস্ট) ফের কেন্দ্র থেকে শীর্ষ আদালতকে জানিয়ে দেওয়া হয়েছে রাজীব গান্ধীর হত্যাকারীদের মুক্তি দেওয়া যাবে না।
উল্লেখ্য, ১৯৯২ সালে আত্মঘাতী বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে গিয়েছিলো ততকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর দেহ। সেই ঘটনায় অভিযুক্ত হলো- পেরারিভালান, মরুগান, সান্তন, নলিনী শ্রীহরণ, রবার্ট প্লাওস, জয়কুমার এবং রবীচন্দ্রন। এদের অনেকেই আগাম জামিনের আবেদন জানিয়েছিলো। কিন্ত মাদ্রাজ হাইকোর্ট সেই আবেদন খারিজ করে দেয়।
অভিযুক্তদের মধ্যে পেরারিভালান ১৪ বছর জেল হেফাজত কাটানোর পর ২০১৪ সালে তার মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে যাবজ্জীবন সাজা দেয় ভারতের শীর্ষ আদালত। এবারে শীর্ষ আদালতকে ভারতের কেন্দ্রীয় সরকার সাফ জানিয়ে দিলো অভিযুক্তদের মুক্তির ক্ষেত্রে কেন্দ্রের অনুমতি নেই।
সারাবাংলা/এমও