Thursday 17 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কানাডায় বন্দুকধারীর হামলা, ২ পুলিশসহ নিহত ৪


১০ আগস্ট ২০১৮ ১৮:৪৬ | আপডেট: ১০ আগস্ট ২০১৮ ২২:২৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

কানাডার পূর্বাঞ্চলীয় প্রদেশ ব্রানজওয়িকে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে ২ পুলিশসহ অন্তত ৪ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। স্থানীয় সময় শুক্রবার (১০ আগস্ট) সকালে ফ্রেডিকটন শহরে এই হামলা চালানো হয়।

বাকি নিহত দুজনের পরিচয় ও ঘটনার সর্বশেষ অবস্থা এখনো অস্পষ্ট  রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনার কোনো ছবি বা ভিডিও প্রকাশ না করার জন্য পুলিশের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। ফ্রেডিকটন পুলিশের অফিসিয়াল টুইটার একাউন্টে এসব কথা বলা হয়।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো হতাহতের ঘটনাকে ভয়াবহ উল্লেখ করে টুইট করেছেন। ট্রুডো বলেন, এই ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আমরা খুব কাছ থেকে অবস্থা পর্যবেক্ষণ করছি।

বিজ্ঞাপন

বন্দুকধারীর হামলা, কানাডা

পুলিশের পক্ষ থেকে স্থানীয়দের দরজা বন্ধ করে নিরাপদে থাকতে অনুরোধ করা হয়েছে। বলা হয়েছে আক্রান্ত এলাকা থেকে সবাইকে দূরে থাকার জন্য।

কানাডায় দায়িত্বপালনরত অবস্থায় পুলিশ সদস্যের প্রাণহানির ঘটনা খুব কম। ১৯৬১ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত দেশটিতে মাত্র ১৩৩ জন পুলিশ সদস্য দায়িত্বপালনরত অবস্থায় মারা যান। এরমধ্যে আক্রান্ত ব্রানজওয়িকে প্রদেশে মারা গিয়েছেন মাত্র ৫ জন।

যুক্তরাষ্ট্রের চেয়ে কঠোর অস্ত্র আইন থাকা সত্ত্বেও সাম্প্রতিক সময়ে কানাডায় বেশ কিছু বন্দুক হামলার ঘটনা ঘটেছে।

সারাবাংলা/এনএইচ

কানাডা বন্দুকধারীর হামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর