Wednesday 05 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এবার স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িতে বাসের ধাক্কা


১১ আগস্ট ২০১৮ ০৮:৪৩

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল (ফাইল ছবি)

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা: রাজধানীসহ সারাদেশে চলমান ট্রাফিক সপ্তাহের মধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রীকে বহনকারী গাড়িকে ধাক্কা দিয়ে ক্ষতিগ্রস্ত করেছে নিউ ভিশন পরিবহনের একটি বাস।

শুক্রবার (১০ আগস্ট) রাতে নিউ ভিশন পরিবহনের ওই বাসটি মন্ত্রীর গাড়িকে ধাক্কা দেয়। সে সময় মন্ত্রী গাড়িতেই ছিলেন।

তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব কুমার সরকার সারাবাংলা’কে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিউ ভিশন পরিবহন মিরপুর-মতিঝিল রুটে চলাচল করে। ওই বাসটি মিরপুর থেকে মতিঝিলের দিকে যাচ্ছিল। এ সময় বাসটিতে বাসে চালক ছিল না। বাসটি চালাচ্ছিলো মানিক নামের একজন হেলপার। ওই বাস (ঢাকা মেট্রো ব ১১-৭৪৭৫) ও হেলপারকে আটক করে শেরেবাংলা নগর থানায় সোপর্দ করা হয়েছে।

বাসটিকে জব্দকারী শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) রুহুল আমিন বলেন,  স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে রোগী দেখে তিনি নাখালপাড়ার পথে রওনা দেন। মন্ত্রীর গাড়িটি হাসপাতালের সামনে কলেজ গেটের বিপরীতে গেলে পেছন দিক থেকে এসে মন্ত্রীর গাড়িকে ধাক্কা দেয় ওই বাসটি। পরে বাস ও হেলপারকে আটক করা হয়।

ট্রাফিক পশ্চিম বিভাগের উপকমিশনার (ডিসি) লিটন কুমার সাহা সারাবাংলা’কে বলেন, থানায় নেওয়ার পর নিউ ভিশনের ওই বাসটিকে ডাম্পিংয়ে পাঠানো হয়। মন্ত্রীর গাড়িটি পেছন দিকে ক্ষতিগ্রস্ত হয়েছে। ওসি এলে থানায় মামলা করা হবে বলে জানান তিনি।

সারাবাংলা/ইউজে/টিআর

বিজ্ঞাপন

আসছে নতুন রাজনৈতিক দল
৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:১৬

আরো

সম্পর্কিত খবর