চট্টগ্রামে ‘বন্দুকযুদ্ধে’ ১৮ মামলার আসামির মৃত্যু
১১ আগস্ট ২০১৮ ০৯:২৬
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নাসির ওরফে মামুন (৩৫) নামে একজন মারা গেছেন। পুলিশ জানিয়েছে, মামুন খুন-ধর্ষণসহ ১৮টি মামলার আসামি।
শুক্রবার (১০ আগস্ট) গভীর রাতে আনোয়ারা উপজেলার বারাসাত ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে এই ঘটনা ঘটেছে। মামুন ওই এলাকার হাজী কালা মিয়ার ছেলে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল মাহমুদ সারাবাংলাকে বলেন, ১৮ মামলার আসামি মামুনকে গ্রেফতারের জন্য তারা দীর্ঘদিন ধরে খুঁজছিলেন। শুক্রবার বিকেলে তিনি নিজ এলাকায় ফিরেছেন বলে পুলিশের কাছে খবর আসে। এর ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে রাতে তাকে নিয়ে অস্ত্র উদ্ধারে গেলে তার অনুসারী মামুনকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এসময় বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
ওসি জানান, বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত মামুনকে স্থানীয় হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে দুইটি এলজি ও পাঁচ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।
এছাড়া বন্দুকযুদ্ধে আনোয়ারা থানার একজন এএসআই ও একজন কনস্টেবল আহত হয়েছেন বলে দাবি করেছেন ওসি।
সারাবাংলা/আরডি/এসএমএন