Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাগুরায় পুলিশের সঙ্গে গোলাগুলি, ‘ডাকাতের’ মৃত্যু


১১ আগস্ট ২০১৮ ১০:২০

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

মাগুরা মহম্মদপুর উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজন মারা গেছেন। পুলিশের দাবি নিহত বাশার বিশ্বাস সোহাগ (৪০) ডাকাত দলের সদস্য।

শুক্রবার (১০ আগস্ট) ভোরে উপজেলার রামপুর এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পুলিশ চার রাউন্ড গুলি, তিনটি গুলির খোসা ও চারটি রামদা উদ্ধার করেছে। নিহত বাশার বিশ্বাস মহম্মদপুর উপজেলার নহাটা গ্রামের গোলাম সরোয়ার বিশ্বাসের ছেলে।

পুলিশ জানায়, গতরাত ২টার দিকে উপজেলার রামপুর এলাকায় দু’দল ডাকাত ডাকাতির মালামাল ভাগাভাগি করছিল বলে তাদের কাছে খবর আসে। এর ভিত্তিতে সেখানে অভিযান চালান তারা। পুলিশকে দেখতে পেয়ে সেখানে উপস্থিত ডাকাত সদস্যরা এলোপাথাড়ি গুলি ছোঁড়ে। এসময় পুলিশও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে আহত অবস্থায় বাশার বিশ্বাসকে উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সকালে এলাকাবাসী বাসার ডাকাত নামে তাকে চিহ্ণিত করে।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, নিহত ডাকাত বাশারের নামে মহম্মদপুর থানায় চুরি ও ডাকাতির ১২টি মামলা রয়েছে।

সারাবাংলা/এসএমএন

ডাকাত বন্দুকযুদ্ধ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর