Wednesday 05 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রাফিক সপ্তাহ বাড়ল তিনদিন, কঠোর থাকবে ডিএমপি


১১ আগস্ট ২০১৮ ১৪:১০ | আপডেট: ১১ আগস্ট ২০১৮ ১৪:১১

।। সিনিয়র করেসপন্ডেন্ট।।

ঢাকা: ট্রাফিক সপ্তাহ আরো তিনদিন বাড়ানো হয়েছে। তবে, এই তিনদিন ট্রাফিক ব্যবস্থা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবে ডিএমপি।

শনিবার (১১ আগস্ট) দুপুরে ডিএমডি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।

তিনি বলেন, ট্রাফিক ব্যবস্থা অমান্যকারী যেই হোক না কেন তাকে কোনো ছাড় দেওয়া হবে না। সবার প্রতি সমান আইনানুগ ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীরও কঠোর নির্দেশনা আছে।

রাস্তায় পাল্লাপাল্লি করে গাড়ি চালানো, যেখানে সেখানে দাঁড় করিয়ে যাত্রী তোলা এসবের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ডিএমপি কমিশনার। তিনি আরো জানান, গত ছয়দিনে ৫২ হাজার ৪১৭টি মামলা দেওয়া হয়েছে, ১১ হাজার ৪শ ৭২জন ড্রাইভারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ফিটনেস পরীক্ষা করে ৫ হাজার ৫শ৭২টি গাড়ি ডাম্পিং করা হয়েছে। জরিমানা আদায় করা হয়েছে প্রায় ৩ কোটি টাকারও বেশি।

সারাবাংলা/ইউজে/জেএএম

বিজ্ঞাপন

আসছে নতুন রাজনৈতিক দল
৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:১৬

আরো

সম্পর্কিত খবর