Thursday 10 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাঠে পড়ে ছিল মাদকাসক্তের লাশ


১১ আগস্ট ২০১৮ ১৫:৩৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

|| ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ||

দিনাজপুর : দিনাজপুর শহরের দক্ষিণ বালুবাড়ী পাওয়ার হাউজ মাঠ থেকে মো. নয়ন (২২) নামের এক মাদকাসক্তের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১১ আগস্ট) বেলা ১২টার দিকে পাওয়ার হাউজ মাঠ ও ঘাগড়া ক্যানেলের পাশ থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।

নিহত নয়ন দক্ষিণ বালুবাড়ী কলেজপাড়া এলাকার চটপটি বিক্রেতা আব্দুল খালেকের ছেলে।

দিনাজপুর কোতয়ালী থানার উপপরিদর্শক নয়ন চন্দ্র রায় সারাবাংলাকে জানান, তিন দিন আগে কারাগার থেকে মুক্তি পায় নয়ন। পরিবারের সদস্যরা তাকে মাদকের পথ থেকে ফেরানোর অনেক চেষ্টা করেছেন। সকালে স্থানীয়রা তার লাশ পড়ে থাকতে দেখতে পান। পরে তারা পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে লাশটি দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। নয়নের শরীরের বিভিন্ন স্থানে ছোট ছোট ছিদ্র রয়েছে বলেও জানান এই উপপরিদর্শক।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএমএন

মাদকাসক্ত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর