Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোববার আন্ডারপাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী


১১ আগস্ট ২০১৮ ১৭:৪৪

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা: বিমানবন্দর সড়কে শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের সামনে আগামীকাল রোববার আন্ডারপাস নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (১১ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং এ তথ্য জানিয়েছে।

প্রেস উইং জানায়, ‘আগামীকাল সকাল ১০টায় প্রধানমন্ত্রী আন্ডারপাস নির্মাণের ভিত্তিপ্রস্তুর স্থাপন করবেন।

সম্প্রতি সড়ক দুর্ঘটনায় প্রতিষ্ঠানটির দুই শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যুর পর নিরাপদ সড়কের দাবিতে স্কুল-কলেজের শিক্ষার্থীরা আন্দোলনে নামে। ছাত-ছাত্রীদের আন্দোলনের মুখে সরকার তার প্রতিশ্রুত অঙ্গীকার অনুযায়ী এই আন্ডারপাস নির্মাণের ভিত্তিপ্রস্থর স্থাপন করবেন।

গত ২৯ জুলাই জাবাল-এ-নূর পরিবহনের একটি বাস একই কোম্পানির আরেকটি বাসের সঙ্গে যাত্রী উঠা-নামা নিয়ে প্রতিযোগিতার সময় ধাক্কায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষার্থী দিয়া খানম মীম এবং আবদুল করিম রাজিব ঘটনাস্থলেই নিহত হয়। তার আগে প্রধানমন্ত্রী নিহত দুই শিক্ষার্থীর প্রতি পরিবারকে ২০ লাখ টাকার সঞ্চয়পত্র প্রদান করেন। এ ছাড়াও ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের যাতায়াতের জন্য পাঁচটি বাসও হস্তান্তর করেন।

সারাবাংলা/এনআর/এমআই

ভিত্তিপ্রস্তর শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর