‘শহিদুল আলম অসৎ, ক্যামেরার সামনে অভিনয় করছে’
১১ আগস্ট ২০১৮ ১৮:২৮
।। সারাবাংলা ডেস্ক।।
ঢাকা: আদালতে নির্যাতনের মিথ্যা অভিযোগ করে শহিদুল আলম ক্যামেরার সামনে হাঁটার সমস্যার অভিনয় করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়।
তিনি বলেন, এ থেকে প্রমাণ হয় শহিদুল আলম আসলে কতটা অসৎ।
শনিবার (১১ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সজীব ওয়াজেদ জয় এ মন্তব্য করেন।
জয় লিখেছেন, শহিদুল আলমের নির্যাতনের অভিযোগ আমাদের সরকারের বিরুদ্ধে তার অনেক মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্যের মধ্যে একটি। তাকে বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতালে নেওয়া হয় যেখানে চিকিৎসকরা তার শারীরিক পরীক্ষা করেন।
ফেসবুকে তিনি আরও লিখেন, তারা নির্যাতনের কোনো প্রমাণ এমনকি ইঙ্গিতও পাননি। আন্তর্জাতিক গণমাধ্যম হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি যোগাযোগ করে একই বিষয় জানতে পারেন।
‘এ থেকে প্রমাণ হয় শহিদুল আলম আসলে কতটা অসৎ। আদালতে নির্যাতনের মিথ্যা অভিযোগ করে ক্যামেরার সামনে হাঁটার সমস্যার অভিনয় করছে।’
শহিদুল আলম দৃক গ্যালারির প্রতিষ্ঠাতা ও পাঠশালা ফটোগ্রাফি স্কুলের স্বত্বাধিকারী।
নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে ঝিগাতলা এলাকায় সংঘর্ষের বিষয়ে কথা বলতে তিনি বেশ কয়েকবার ফেসবুক লাইভে আসেন।
রোববার রাতে ধানমণ্ডির বাসা থেকে আলোকচিত্রী শহিদুলকে আটক করে ডিবি পুলিশ।
ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে সাক্ষাৎকার দেন তিনি।
সরকারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে শহিদুল আলমের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা করে পুলিশ।
সারাবাংলা/একে