।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।
ঢাকা: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ‘বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়নকে বাধাগ্রস্ত করতে এমন কোনো নাশকতা ও ষড়যন্ত্র নাই যে বিএনপি-জামায়াত করে নাই। তারা আগামী দিনেও ষড়যন্ত্র করবে। তাই নেতাকর্মীদের সর্তক থাকতে হবে।’
শনিবার (১১ আগস্ট) দুপুরে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থান সংলগ্ন ১০নং ওয়ার্ড কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর যুবলীগ উত্তর আয়োজিত জাতীয় শোক দিবসের এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে দুর্বার গতিতে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। কিন্তু আগামী জাতীয় নির্বাচন বানচাল করার ষড়যন্ত্রে মেতেছে বিএনপি-জামায়াত। বাংলাদেশে সংবাদমাধ্যম সব সুবিধা ভোগ করার পরও মির্জা ফখরুল ইসলাম বলেছেন গণমাধ্যমের স্বাধীনতা নাই। গণমাধ্যমের স্বাধীনতা আছেন বলেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাযদুল কাদেরের বিরুদ্ধে ওনারা আস্ফালন করতে পারছেন।’
১৯৭৫ এর ১৫ আগস্ট স্বাধীনতাবিরোধী প্রতিক্রিয়াশীল গোষ্ঠী বঙ্গবন্ধুকে সপরিবারের হত্যা করেছিল উল্লেখ করে যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী বলেন, ‘তাদের উদ্দেশ্য ছিল কেবল জাতির পিতাকে হত্যা নয়, বাঙালি জাতির অস্তিত্বকে বিনাশ করা। কিন্তু মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রতিটি বাঙালীর হৃদয়ে যিনি জাগরুক তাকে হত্যা করে কি নিঃশেষ করা যায়?’
ঢাকা মহানগর উত্তর সভাপতি মাইনুল হোসেন খান নিখিলের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন যুবলীগ সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, ঢাকা মহানগর আওয়ামী লীগ সহ-সভাপতি আসলামুল হক, যুবলীগ সাংগঠনিক সম্পাদক আসাদুল হক আসাদ, দপ্তর সম্পাদক কাজী আনিসুর রহমান প্রমুখ। সভা পরিচালনা করেন ঢাকা মহানগর যুবলীগ উত্তরের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন।
সারাবাংলা/এনআর/এমও