Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৩


২৮ ডিসেম্বর ২০১৭ ১৯:২৯

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, চট্টগ্রাম

চট্টগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারে ৩ জন দগ্ধ হয়েছে।বৃহস্পতিবার দুপুরে নগরীর কুসুমবাগ এলাকার গরিবুল্লাহ শাহ হাউজিং সোসাইটির গোলাম মহিউদ্দিন বাবুলের ভাড়া বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন, মেহেদী হাসানের স্ত্রী তানজিরা আকতার, মেয়ে তানজিনা ও ছেলে তানজিব।পুলিশ জানায় রান্নাঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হলে এ দুর্ঘটনা ঘটে। ওই সময় তাদের বাসার দরজা-জানালা বন্ধ ছিল।

পরে স্থানীয়রা তাদের বাসার দরজা ভেঙ্গে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিয়ে যায়। আহতদের চমেক হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে তানজিরার অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

সারাবাংলা/আরসি/এমআই

চট্টগ্রাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর