Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৪২ শতাংশ মানসিক রোগী ভুগছেন শারীরিক রোগেও


১১ আগস্ট ২০১৮ ২৩:০৫

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: দেশের সাতটি বিভাগীয় ১২টি চিকিৎসা প্রতিষ্ঠানে পরিচালিত এক জরিপে দেখা গেছে গুরুতর মানসিক রোগীদের মধ্যে বিভিন্ন ধরনের শারীরিক রোগের হার ৪২ শতাংশ। এর মধ্যে ১৮ বছরের নিচে বয়সীদের মধ্যে ‘নিউরোডেভেরপমেন্টাল ডিজঅর্ডার’ রোগীদের বিভিন্ন শারীরিক রোগের হার ৩২ শতাংশ। আর মাদকাসক্ত রোগীদের বিভিন্ন শারীরিক রোগের হার শতকরা ২১ শতাংশ।

‘গুরুতর মানসিক রোগের সঙ্গে অন্যান্য শারীরিক রোগ’ শীর্ষক এক জরিপের ফলাফল থেকে এ তথ্য জানা গেছে। শনিবার (১১ আগস্ট) জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউট ও হাসপাতালের সম্মেলন কক্ষে জরিপের ফলাফল প্রকাশ করে কর্তৃপক্ষ।

জরিপের ফলাফল মাধ্যমে উপস্থাপন করেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউট ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. হেলাল উদ্দিন আহমেদ। স্বাস্থ্য অধিদফতরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার অর্থায়নে জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউট ও হাসপাতাল এই জরিপ পরিচালনা করে।

অনুষ্ঠানে হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. ফারুক আলম, এনসিডিসির প্রোগ্রাম ম্যানেজার ডা.মো রিজওয়ানুল করিম, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সালাহউদ্দিন কাউসার বিপ্লবসহ দেশের বিভিন্ন হাসপাতালের মানসিক রোগ বিষেশজ্ঞরা উপস্থিত ছিলেন।

ঢাকা বিভাগে মাদকডা. হেলাল উদ্দিন আহমেদ তার উপস্থাপনায় বলেন, ‘দেশের সাতটি বিভাগীয় শহরের ১২টি চিকিৎসা প্রতিষ্ঠানে ২হাজার ২০০ জনের ওপর এ জরিপ কার্যক্রম পরিচালনা করা হয়। এ জরিপে গুরুতর মানসিক রোগীদের অন্যান্য শারীরিক রোগে ভোগা অন্যতম অসুখগুলো হচ্ছে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, স্থূলতা, শ্বাসতন্ত্রের রোগ, রক্ত স্বল্পতা।’

বিজ্ঞাপন

এরমধ্যে ডায়াবেটিসে ভুগছেন ১২ শতাংশ, উচ্চ রক্তচাপে ভুগছেন ১১.১ শতাংশ, স্থূলতায় ভুগছেন ২ .৫ শতাংশ এবং শ্বাসতন্ত্রের রোগে ভুগছেন ২.১ শতাংশ।

জরিপের ফলাফল থেকে আরও জানা যায়, মাদকাসক্ত রোগীরা ডায়াবেটিস, শ্বাসতন্ত্রের রোগ, উচ্চ রক্তচাপ, স্থূলতা, রক্ত স্বল্পতাতে ভুগছেন। যার মধ্যে ডায়াবেটিসে ভুগছেন ৫.০২ শতাংশ, শ্বাসতন্ত্রের রোগে ভুগছেন ৪.৫২ শতাংশ, রক্ত স্বল্পতা, চর্মরোগ এবং বাত ব্যাথার সমস্যাতে ভুগছেন ৩ শতাংশ।

এছাড়াও ১৮ বছরের নিচে নিউরোডেভেলপমেন্টাল ডিজঅর্ডার রোগীদের মধ্যে প্রধান শারীরিক রোগ হচ্ছে মৃগী রোগ (এপিলেপসি), ডায়াবেটিস, থায়রয়েডের সমস্যা, উচ্চ রক্তচাপ, সেরেব্রাল পালসি, সংক্রামণ এবং স্থূলতা।

এর মধ্যে মৃগী রোগে ভোগা রোগীর সংখ্যা ১৫ শতাংশ, ডায়াবেটিসে ভুগছে দুই দশমিক ছয় শতাংশ, থায়রয়েড ও সেরেব্রাল পালসিতে ভুগছে দুই শতাংশ।

অনুষ্ঠানে ‍গুরুতর মানসিক রোগী, মাদকাসক্তি ও নিউরোডিভলপমেন্টাল ডিসঅর্ডার রোগীদের যথাযথ চিকিৎসার জন্য এ রোগগুলির চিকিৎসার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট শারীরিক রোগ শনাক্ত এবং চিকিৎসা অতীব জরুরি বলে মন্তব্য করেন ডা. হেলাল উদ্দিন আহমেদ।

সারাবাংলা/জেএ/এমও

বিজ্ঞাপন

মুক্তি পেলেন বাবার
১৬ জানুয়ারি ২০২৫ ১৪:৩৬

আরো

সম্পর্কিত খবর