সৌদি আরবে ঈদ ২১ আগস্ট
১২ আগস্ট ২০১৮ ০৯:৪৩
।। আন্তর্জাতিক ডেস্ক ।।
সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এ হিসেবে দেশটিতে আগামী ২১ আগস্ট পবিত্র ঈদুল আজহা পালিত হবে।
শনিবার (১১ আগস্ট) দেশটির স্থানীয় সময় সন্ধ্যায় চাঁদ দেখা সাপেক্ষে ঈদের তারিখ এক রাজকীয় ফরমানের মাধ্যমে ঘোষণা করে সৌদি আরবের সুপ্রিম কোর্ট।
খালিজ টাইমসের প্রতিবেদনে এসব কথা জানানো হয়েছে।
২১ আগস্ট ঈদ পালনের অর্থ এর আগের দিন ২০ আগস্ট অনুষ্ঠিত হবে হজ।
সাধারণত বাংলাদেশে সৌদি আরবের একদিন পরে ঈদ উদযাপিত হয়। তবে দেশের কোনো কোনো অঞ্চলের মানুষ সৌদি আরবের সঙ্গে মিল রেখে একই দিন ঈদ পালন করেন।
এছাড়া রোববার (১২ আগস্ট) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। বাংলাদেশের আকাশে চাঁদ দেখা গেলে কমিটির বৈঠকের পর কোরবানীর ঈদের তারিখ ঘোষণা করা হবে।
সারাবাংলা/এসএমএন