Wednesday 16 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রমিজ উদ্দিনের কাছে আন্ডারপাস নির্মাণের প্রক্রিয়া শুরু


১২ আগস্ট ২০১৮ ১০:৫৩ | আপডেট: ১২ আগস্ট ২০১৮ ১৫:৪৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা : বিমানবন্দর সড়কে শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের কাছে আন্ডারপাস নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (১১ আগস্ট) সকালে প্রধানমন্ত্রী এই ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।

সম্প্রতি প্রতিষ্ঠানটির দুই শিক্ষার্থীর সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যুর পর নিরাপদ সড়কের দাবিতে স্কুল-কলেজের শিক্ষার্থীরা আন্দোলনে নামে। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে প্রতিশ্রুত অঙ্গীকার অনুযায়ী এই আন্ডারপাস নির্মাণের ভিত্তিপ্রস্থর স্থাপন করলেন সরকার প্রধান।

গত ২৯ জুলাই জাবাল-ই-নূর পরিবহনের একটি বাস একই কোম্পানির আরেকটি বাসের সঙ্গে যাত্রী উঠা-নামা নিয়ে প্রতিযোগিতাকালে ধাক্কায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষার্থী দিয়া খানম মীম এবং আবদুল করিম রাজিবকে হত্যা করা হয়।

বিজ্ঞাপন

নিহত দুই শিক্ষার্থীর প্রতি পরিবারকে ২০ লাখ টাকার সঞ্চয়পত্র দেন প্রধানমন্ত্রী। এছাড়াও ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের যাতায়াতের জন্য পাঁচটি বাসও হস্তান্তর করেন তিনি।

সারাবাংলা/এনআর/এসএমএন

প্রধানমন্ত্রী শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর