প্রায় সাড়ে ৩ লাখ ইয়াবা ফেলে পালাল পাচারকারীরা
১২ আগস্ট ২০১৮ ১১:৩৮
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে আসা প্রায় সাড়ে তিন লাখ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (১২ আগস্ট) ভোরে টেকনাফ উপজেলার নাজিরপাড়ার রহমান প্রজেক্ট এলাকা ৩ লাখ ৪০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
উদ্ধার অভিযানে নেতৃত্ব দেওয়া টেকনাফ ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের হাবিলদার মো. আশরাফুল আলম জানান, মিয়ানমার থেকে ওই পথ দিয়ে ইয়াবা পাচারের খবর পেয়ে সেখানে অভিযান চালান তারা। ঘটনাস্থলে পৌছে দেখতে পান, ১০ থেকে ১২ জন লোক বস্তা নিয়ে ওই এলাকা পার হচ্ছে। তারা বিবিজির উপস্থিতি টের পেয়ে বস্তা ফেলে পালিয়ে যায়। বিজিবিও তাদের পিছু নেয়। কিন্তু দূরত্ব বেশি থাকায় তাদের আর ধরা সম্ভব হয়নি। তবে পরে বস্তা খুলে দেখা যায় প্যাকেট ভর্তি ইয়াবা পাওয়া যায়।
এ বিষয়ে টেকনাফ ২ বর্ডার গার্ড ব্যাটালিয়ানের অধিনায়ক মো. আছাদুদ-জামান চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মিয়ানমার থেকে আসা ৩ লাখ ৪০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এসব ইয়াবা আসছিল মিয়ানমার থেকে। উদ্ধারকৃত ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। যা পরবর্তীতে উর্দ্ধতন কর্মকর্তা, বেসামরিক প্রশাসন, মাদকদ্রব্য অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণমান্য বক্তি ও গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।
সারাবাংলা/এসএমএন