Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিখোঁজের তিনদিন পর গজারি বনে শিশুর মরদেহ


১২ আগস্ট ২০১৮ ১৪:১৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

গাজীপুরের হোতাপাড়ায় নিখোঁজের তিনদিন পর ৮ বছরের এক শিশুর মরদেহ পাওয়া গেছে। নিহত শিশু সাজিম হোসেন সদর উপজেলার হোতাপাড়ার এলাকার সেলিম মিয়ার ছেলে।

শনিবার (১১ আগস্ট) গজারি বনের ভেতর থেকে মহদেহটি উদ্ধার করে পুলিশ। পরে ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয় সাজিমের মরদেহ। এঘটনায় একজনকে আটক করা হয়েছে।

হোতাপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক সাইফুল ইসলাম জানান, গত ৯ আগস্ট (বৃহস্পতিবার) নিজ বাড়ি থেকে শিশু সাজিমকে অপহরণ করা হয়। পরে তাকে শ্বাসরোধ করে হত্যা শেষে মরদেহ গজারি বনে ফেলে দেয় অপহরণকারীরা। শনিবার সন্ধ্যায় গজারী বনে শিশুটির মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। রাতেই পুলিশ মরদেহটি উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়।

বিজ্ঞাপন

এ ঘটনায় শিশুটির বাবা সেলিম মিয়ার ভাগ্নে জামাই মাহবুবকে আটক করা হয়েছে বলে জানান সাইফুল ইসলাম।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পূর্ব শত্রুতার জের ধরে মাহবুবসহ তার অপর এক সহযোগী শিশুটিকে অপহরণ করে বলে জানিয়েছে। হত্যাকান্ড ও অপরহরণের বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করছে।

সারাবাংলা/এসএমএন

গজারি বন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর