Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঝিনাইদহে ব্যবসায়ী লতিফ হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন


১২ আগস্ট ২০১৮ ১৫:৩৪

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার সার ব্যবসায়ী হাজী আব্দুল লতিফ হত্যা মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদেণ্ডের সাজা দেওয়া হয়েছে। এছাড়া এই ঘটনায় জড়িত থাকার দায়ে আরেকজনকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (১৩ আগস্ট) দুপুর ১২ টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক গোলাম আযম এই রায় দেন।

যাবজ্জীবন দণ্ড পাওয়া আসামিরা হলেন – মোস্তাফিজুর রহমান ব্যানেট ও শামু আহমেদ।

মামলার নথি থেকে জানা যায়, গত ২০১০ সালের ৪ এপ্রিল শৈলকুপা উপজেলার আহসাননগর গ্রামের সার ব্যাবসায়ী হাজী আব্দুল লতিফ হাটফাজিলপুর বাজারে এক ব্যবসয়ীর কাছ থেকে পাওনা টাকা আনতে গিয়ে নিখোঁজ হন। তিনদিন পর ঐ বাজারের একটি গুদামের মেঝে খুঁড়ে তার লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় ওই বছরের ৭ এপ্রিল আব্দুল লতিফের ছেলে মামুনুর রশিদ শৈলকুপা থানায় চারজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। সাক্ষ্য প্রমান শেষে আদালত বগুড়া গ্রামের মোস্তাফিজুর রহামন ব্যানেট ও কামান্না গ্রামের শামু আহমেদকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই বছরের কারাদণ্ড দেন। এছাড়া, রাফু আহমেদ নামে আরেক আসামিতে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে তিনি পলাতক।

তবে এই হত্যা মামলার অন্যতম আসামি শুকলাল রায় ঘোষণার আগেই কথিত বন্দুকযুদ্ধে মারা গেছেন।

সারাবাংলা/এসএমএন

যাবজ্জীবন হত্যা মামলা

বিজ্ঞাপন
সর্বশেষ

ভারত থেকে ফিরলেন ৯ বাংলাদেশি তরুণী
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:২৩

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন ড. ইউনূস
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:০৪

সবজি-মুরগির বাজার চড়া, অধরা ইলিশ
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১১:১০

সম্পর্কিত খবর