Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রথম স্ত্রী-সন্তানকে ফাঁসাতে নিজের বাবাকে হত্যা!


১২ আগস্ট ২০১৮ ১৬:০৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

বাগেরহাট : প্রথম পক্ষের স্ত্রী আর সন্তানকে ফাঁসাতে নিজের বাবা ইউনুচ হাওলাদারের গলা কেটে হত্যা করেছেন বাগেরহাটের মোরেলগঞ্জের লাল মিয়া। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে এমন চাঞ্চল্যকর তথ্যই দিয়েছেন তিনি।

প্রায় ছয়মাস আগে দ্বিতীয় বিয়ে করেন মোরেলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের আলীর বাজার গ্রামের লাল মিয়া। বিষয়টি নিয়ে প্রথম স্ত্রী বিউটি বেগম, ছেলে পারভেজ ও বিউটির ভাই পলাশ শিকদারের সঙ্গে লাল মিয়ার ঝগড়া হয়। স্ত্রী-ছেলে ও শ্যালকের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই শনিবার (১১ আগস্ট) সকালে ঘুমন্ত ইউনুচ হাওলাদারকে হত্যা করে রক্তাক্ত অবস্থায় পালিয়ে যাওয়ার চেষ্টা করেন লাল মিয়া হাওলাদার। পরে স্থানীয়দের সহায়তায় তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

বিজ্ঞাপন

এ ঘটনায় শনিবার রাতে লাল মিয়ার ছেলেসহ পাঁচজনের বিরুদ্ধে ইউনুছ আলী হাওলাদারের ছোট ছেলে চান মিয়া বাদি হয়ে মামলা করেছেন বলে জানান তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক আসাদুজ্জামান মিন্টু। তিনি জানান, এই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে লাল মিয়াকে। এছাড়া হত্যায় ব্যবহার করা রক্তমাখা দা’টি জব্দ করা হয়েছে।

আরো পড়ুন : ঘুমন্ত বাবার গলা কেটে হত্যা, ছেলে আটক

সারাবাংলা/এসএমএন

বাবাকে হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর