ফার্মগেট থেকে অচেতন অবস্থায় ৫ যুবক উদ্ধার
১২ আগস্ট ২০১৮ ১৮:৪০
।। স্টাফ করেসপন্ডেন্ট ।।
ঢাকা: রাজধানীর ফার্মগেটের আনোয়ারা পার্ক থেকে ৫ যুবককে অচেতন অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১২ আগস্ট) বিকাল ৪টার দিকে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
তেজগাঁও থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মাহবুবুর রহমান জানায়, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের বয়স ৩০ থেকে ৪০এর মধ্যে।
প্রাথমিকভাবে মনে হচ্ছে কাজের উদ্দেশে ঢাকায় এসে অজ্ঞান পার্টির খপ্পরে পরেছে। তাদের কাছে কিছুই পাওয়া যায়নি, বলেও জানান তিনি।
সারাবাংলা/ইএইচটি/এমও