।। স্টাফ করেসপন্ডেন্ট ।।
ঢাকা: আগামী ২২ আগস্ট ঈদুল আজহা অনুষ্ঠিত হবে।
রোববার (১২ আগস্ট) জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এ তথ্য জানানো হয়েছে।
ঈদুল আজহার তারিখ নির্ধারণ ও জিলহজ্জ মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত নিতে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে বৈঠকে বসেছিল জাতীয় চাঁদ দেখা কমিটি।
ধর্ম বিষয়ক মন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অধ্যক্ষ মতিউর রহমানের সভাপতিত্বে ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় ধর্মমন্ত্রী বলেন, বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সেই হিসাবে আগামীকাল (১৩ আগস্ট) থেকে জিলহজ মাস শুরু হচ্ছে এবং আগামী ২২ আগস্ট পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে।
সারাবাংলা/টিআর