Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রসিকের তিন সাবেক কাউন্সিলরসহ ৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা


১২ আগস্ট ২০১৮ ২০:১৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা: ভুয়া ভাউচারের মাধ্যেমে ৮ লাখ টাকা আত্মসাতের ঘটনায় রংপুর সিটি করপোরেশনের (রসিক) তিন সাবেক ওয়ার্ড কাউন্সিল ও দুই কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়েরের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (১২ আগস্ট) দুদকের পক্ষ থেকে এই মামলার অনুমোদন দেওয়া হয়েছে বলে সারাবাংলা’কে জানিয়েছেন সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য।

দুদক সূত্রে জানা গেছে, রংপুর সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শফিকুল ইসলাম (দুলাল), ২৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. সেকেন্দার আলী, ২৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. আকরাম হোসেন, সিটি করপোরেশনের সহকারী প্রকৌশলী মো. আসাদুজ্জামান চৌধুরী ও উপসহকারী প্রকৌশলী নুর মোহাম্মদ মহিউদ্দিনের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।

বিজ্ঞাপন

অনুসন্ধানে দেখা যায়, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে প্রতারণামূলকভাবে ১৮টি ভুয়া ভাউচারের মাধ্যমে ৮ লাখ ১৮ হাজার ১৩১ টাকা আত্মসাৎ করেন। দুর্নীতির এই অনুসন্ধান করছেন দুদকের রংপুর কার্যালয়ের উপসহকারী পরিচালক প্রবীর কুমার দাস। শিগগিরই সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের হবে বলে জানিয়েছে দুদক।

সারাবাংলা/ইএইচটি/টিআর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর