Wednesday 09 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ষড়যন্ত্র সফল করতে দরকার সিনহা বা শহিদুলের মতো উচ্চপর্যায়ের কাউকে


১২ আগস্ট ২০১৮ ২৩:৩৬

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: ষড়যন্ত্রের ক্ষেত্রে অপরিচিত বা অজনপ্রিয় মানুষের ভূমিকা কম। একটি ষড়যন্ত্রকে সফল করতে হলে দরকার হয় উচ্চপর্যায়ের ও ক্ষমতাবান কাউকে—যেমন সিনহা বা শহিদুল আলম, ব্যক্তিগত ফেসবুক পেজে এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

আজ রোববার (১২ আগস্ট) সজীব ওয়াজেদ জয় তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা লেখেন।

সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা সর্ম্পকে তার কাছে কিছু তথ্য রয়েছে, জানিয়ে সজীব ওয়াজেদ জয় ওই পোস্টে লেখেন, ‘কিছু তথ্য আমার কাছে এসেছে যা অত্যন্ত উদ্বেগজনক। নিন্দিত সাবেক প্রধান বিচারপতি সিনহা সম্প্রতি নিউ ইয়র্ক এসেছিলেন। সেখানে তিনি গোপনে যুদ্ধাপরাধী মীর কাসেমের ভাই মামুনের সাথে দেখা করেন। আমরা জানতে পেরেছি মামুনের কাছ থেকে তিনি বড় অংকের টাকা পেয়েছেন। টাকাটা তাকে দেওয়া হয়েছে আমাদের সরকারের বিরুদ্ধে কথা বলার জন্য। তাদের এই আলাপ দেখেছে ও শুনেছে এরকম সাক্ষীও আছে।’

আমাদের দেশে ষড়যন্ত্র খুবই সাধারণ একটি বিষয় উল্লেখ করে তিনি লেখেন, ‘দুর্ভাগ্যবশত, আমাদের দেশে রাজনৈতিক ষড়যন্ত্র খুবই সাধারণ একটি বিষয়। এই প্রবন্ধটিতে খুব সুন্দর ভাবে তুলে ধরা হয়েছে আমাদের ‘কূ-শীল’ সমাজ কিভাবে প্রতিক্রিয়া দেখাতেন যদি ১৯৭৫ এর ১৫ই আগস্টের ষড়যন্ত্র ব্যর্থ হতো।

তিনি আরও লেখেন, ‘ষড়যন্ত্রের ক্ষেত্রে অপরিচিত বা অজনপ্রিয় মানুষের ভূমিকা কম। একটি ষড়যন্ত্রকে সফল করতে হলে দরকার হয় উচ্চপর্যায়ের ও ক্ষমতাবান কাউকে। যেমন সিনহা বা শহিদুল আলম।’

বিজ্ঞাপন

সারাবাংলা/জেএ/এমআই

শহিদুল আলম ষড়যন্ত্র সিনহা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর