নাটোরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে বাসের চালক নিহত
১৩ আগস্ট ২০১৮ ১১:৩৩
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
নাটোরের গুরুদাসপুরে শ্যামলী পরিবহন ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শ্যামলী পরিবহনের চালক নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১০জন। সোমবার (১৩ আগস্ট) সকালে বনপাড়া-হাটিকমরুল মহাসড়কের কাছিকাটা টোলপ্লাজার পাশে এ দুর্ঘটনা ঘটে। আহতদের গুরুদাসপুর, বড়াইগ্রাম ও নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, ঢাকা থেকে কুষ্টিয়াগামী বাস শ্যামলী পরিবহনের সাথে বিপরীত দিক হতে আসা মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে বাসের চালক আজাদ মারা যান। নিহত আজাদের বাড়ি কুষ্টিয়ায়।
দুর্ঘটনার পরই সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেলেও হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ১ ঘণ্টা চেষ্টার পর সাড়ে ৮টার দিকে যান চলাচল স্বাভাবিক করে।
সারাবাংলা/এনএইচ
আরও পড়ুন,
নাটোরে ট্রাকচাপায় নিহত ২