Thursday 18 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বার্সা শিবিরে স্বস্তি, ফিরছেন দেম্বেলে


২৮ নভেম্বর ২০১৭ ১৫:০৮ | আপডেট: ২৮ নভেম্বর ২০১৭ ১৫:২৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সারাবাংলা ডেস্ক
মেসি-সুয়ারেজ-দেম্বেলেকে নিয়ে ছঁক কষে ঠিক ফলও পাচ্ছিল কোচ ভালভার্দে। তবে দলে যোগ দিয়েই মৌসুমের শুরুতেই চোট পেয়ে চার মাসের জন্য মাঠ ছেড়েছিলেন বার্সার ইতিহাসের সবচেয়ে দামী ফুটবলার উসমান দেম্বেলে। তবে, বুরুশিয়া ডর্টমুটের সাবেক এই খেলোয়াড়কে শিগগিরই অনুশীলনে পাচ্ছে বার্সালোনা।

তবে, বার্সার সমর্থকদের জন্য আশার বিষয়, দ্রুতই সেরে উঠেছেন এই ফ্রেন্স তারকা। দুই সপ্তাহের মধ্যেই মেসি-ইনিয়েস্তাদের সাথে অনুশীলনে যোগ দিবেন তিনি।

তার সাবেক ক্লাব রেনের বিপক্ষে নতেঁর ম্যাচ দেখতে মাঠে গিয়েছিলেন দেম্বেলে।

সেখানেই এক সাক্ষাৎকারে বার্সেলোনা ভক্তদের জন্য দিয়েছেন খুশির খবর, ‘দুই সপ্তাহের মধ্যে দলের সঙ্গে অনুশীলন করতে পারব। আমি প্রত্যেক দিন অনুশীলন করছি, সেটা এমনকি ছুটির দিন ও রবিবারেও। যতটা দ্রুত সম্ভব আমি আবার খেলতে চাই।’ মার্কা

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর