যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় পিপলএনটেক’র আইটি জব সেমিনার
১৩ আগস্ট ২০১৮ ১২:০৫
।। সারাবাংলা ডেস্ক ।।
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলোজি (পিপলএনটেক) এর ক্যাম্পাসে আইটি জব সেমিনার অনুষ্ঠিত হয়েছে। প্রবাসীদের উন্নত জীবন গড়ার লক্ষ্যে গত শনিবার (১১ আগস্ট) এই সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে পিপলএনটেক’র প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী প্রকৌশলী আবুবকর হানিপ বলেন, ‘সোনার হরিণ হাতে পাবার স্বপ্ন নিয়ে হাজার হাজার বাংলাদেশি আটলান্টিক মহাসাগর পাড়ি দেন, তাদের কাছে এখন তা আর স্বপ্ন নয়। পিপলএনটেক সে স্বপ্ন বাস্তবে রূপ দিতে সক্ষম হয়েছে।’
তিনি বলেন, ‘আগে যুক্তরাষ্ট্রের আইটি প্রতিষ্ঠানে স্বল্প সংখ্যক বাংলাদেশি কর্মরত ছিলেন, যাদের প্রত্যেকেই বাংলাদেশ বা যুক্তরাষ্ট্রে আইটিতে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রীপ্রাপ্ত। কম্পিউটার সায়েন্স, ইঞ্জিনিয়ারিং বা আইটি ডিগ্রী ছাড়াও মেধা, যোগ্যতা ও অধ্যবসায় দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে আইটিতে জব পাওয়া সম্ভব সেটাই প্রমাণ করেছে পিপলএনটেক। আইটিতে পিপলএনটেক পুরনো ধ্যান-ধারনা পাল্টে দিয়েছে। মাত্র চার মাসের প্রশিক্ষণ শেষে একজন বাংলাদেশি বছরে ৮০ হাজার থেকে ২ লাখ ডলার বেতনে চাকরী পাচ্ছেন। প্রতিষ্ঠানটি গত ১৫ বছরে প্রায় ৫ হাজার বাংলাদেশিকে চাকরি পেতে সহায়তা করেছে।’
তিনি আরও জানান, পিপলএনটেক’র প্রশিক্ষণ শেষে চাকরি প্রাপ্তির সংখ্যা আগের তুলনায় আরো বেড়ে গেছে। কারণ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ‘এইচওয়ানবি’ ভিসার মাধ্যমে বিভিন্ন দেশ থেকে কর্মী আনার পরিবর্তে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে দক্ষ ও যোগ্য ব্যক্তিদের প্রাধান্য দিচ্ছে। সেই সঙ্গে পিপলএনটেক আপডেটেড কারিক্যুলামে সেলেনিয়াম, কিউটিপি/ইউএফটি, ডাটাবেইজ এডমিনিস্ট্রেশন, ডেভঅফস, ফ্রন্টএন্ড ডেভেলপমেন্ট বিষয়ে প্রশিক্ষণ দানের ফলে শিক্ষার্থীদের চাকরি প্রাপ্তির হার যেকোনো সময়ের চেয়ে বৃদ্ধি পেয়েছে। পিপলএনটেক’র প্রশিক্ষণ শেষে আগে গড়ে প্রতিমাসে ২০ জন শিক্ষার্থী চাকরি পেতেন। বর্তমানে তা বেড়ে ৪০ থেকে ৫০ জনে উন্নীত হয়েছে।
সেমিনারের সঞ্চালনায় ছিলেন পিপলএনটেক’র ম্যানেজার ও টেকনিক্যাল রিক্রুটার তাসনিম সুহা। এ সময় প্রধান অতিথি হিসেবে ভার্জিনিয়া ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলোজির প্রেসিডেন্ট ডক্টর এসটি মার্টিন মা ছাড়াও উপস্থিত ছিলেন পিপলএনটেক’র প্রেসিডেন্ট ফারহানা হানিপ।
এর আগে, পেনসিলভানিয়া ও নিউজার্সির আটলান্টিক সিটিতেও জব সেমিনার করেছে পিপলএনটেক। ওইসব সেমিনারেও প্রবাসী বাংলাদেশিদের অনেকেই অংশ নেন।
সারাবাংলা/এএস