Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদে ফিটনেসবিহীন গাড়ি চলতে দেওয়া হবে না: আইজিপি


১৩ আগস্ট ২০১৮ ১২:৪৫

।। স্টাফ করেসপন্ডেন্ট।।

ঢাকা: রাজধানীসসহ দেশের সব সড়ক-মহাসড়কে ফিটনেসবিহীন গাড়ি যেন না চলতে পারে সে জন্য পর্যাপ্ত ডাম্পিং ব্যবস্থা রাখা হয়েছে জানিয়ে মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, ঈদযাত্রায় কোথাও ফিটনেসবিহীন গাড়ি চলতে দেওয়া হবে না। সেই সঙ্গে ড্রাইভিং লাইসেন্স ছাড়া কেউ যেন রাস্তায় গাড়ি চালাতে না পারে সে ব্যাপারে পুলিশ কঠোর নজরদারি করছে।’

পুলিশ সদর দফতরে এক প্রেস ব্রিফিংয়ে সোমবার (১৩ আগস্ট) তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, ‘ডিআইজি, এআইজি এমনকি আমিও গতবার বিভিন্ন এলাকায় গিয়েছিলাম। সিনিয়র কর্মকর্তারা মাঠে থাকলে অন্য পুলিশ কর্মকর্তারা কাজে উৎসাহ পায়। এবারও আমি বিভিন্ন জায়গা পরিদর্শনে যাব।’

তিনি বলেন, ‘১৫ আগস্ট শোক দিবসকে কেন্দ্র করে কোনো ধরনের নাশকতার আশঙ্কা নেই। তবুও সর্বোচ্চ নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন স্তরে কাজ করছে। এজন্য নিরাপত্তায় কোনো কমতি নেই। এ মাসে সব অনুষ্ঠানকে কেন্দ্র করে সজাগ থাকবে পুলিশ। এজন্য গোয়েন্দা সদস্যরাও সচেষ্ট রয়েছেন।’

তিনি আরও বলেন, ‘ঈদের ছুটিতে ঢাকার নিরাপত্তা ব্যবস্থা আরও বাড়ানো হবে। ঈদ যাত্রা নির্বিঘ্নে করতে সড়ক মহাসড়কে পোশাকধারী ও সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর নজারদারিতে থাকবে। ঈদ উপলক্ষে যারা রাত্রিকালীন যাত্রা করবেন তাদেরকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়ার জন্য আইনশৃংখলা বাহিনীর সদস্যরা রয়েছেন। রাস্তার সাথে নৌপথসহ সব ধরনের পুলিশ সদস্যদের সঙ্গে আলাপ করে যাতায়াত ব্যবস্থায় নির্বিঘ্ন করতে নির্দেশ দেওয়া হয়েছে। আমরা ট্রেনের টিকেটে যাতে কালোবাজারী না হয় সেজন্য কঠোর অবস্থানে রয়েছে রেলওয়ে পুলিশ।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘গতবারের মত এবারও ঈদে অজ্ঞান পার্টি ও মলম পার্টির বিরুদ্ধে আইনশৃখলা বাহিনী যথেষ্ট তৎপর রয়েছে। ইতোমধ্যে বেশকিছু গ্যাংও ধরা পড়েছে।’

তিনি যাত্রীদের রাস্তাঘাটে অপরিচিত কারো কাছ থেকে কোনো কিছু গ্রহণ না করার জন্য অনুরোধ জানান। এ জন্য যাত্রীদের সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ‘কোরবানীর পশুর হাসিল আদায়ে দৃশ্যমান ব্যবস্থা নিতে আমরা কঠোর হচ্ছি। যাতে অতিরিক্ত হাসিল আদায় করে কাউকে বিভ্রান্ত করতে না পারে সে জন্য আমরা পুলিশকে নির্দেশ দিয়েছি। সেই সঙ্গে হাটের ইজারা নিয়েছেন তিদেরকে আহ্বান করছি, তারা যেন হাটের চৌহদ্দির বাইরে হাট না বসান।’

ড. জাবেদ পাটোয়ারী বলেন, সম্প্রতি শিক্ষার্থীদের আন্দোলনের পরবর্তী সময়ে সেটিকে ভিন্নখাতে প্রবাবিত করতে সামাজিক যোগাযোগ মাধ্যমকে বেছে নিয়েছিল তৃতীয় পক্ষ। কিন্তু আমরা সাইবার অপরাধ দমনের মাধ্যমে তাদেরকে চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করছি। এজন্য সাইবার অপরাধ মনিটরিং এর জন্য আমরা কেন্দ্রীয়ভাবে সেল মনিটরিং জোরদার করছি। সেই সঙ্গে ফেইসবুকে ফেইক আইডিগুলো চিহ্নিত করা হচ্ছে। বেশ কিছু আইডি ইতোমধ্যে ব্লক করা হয়েছে। ফেইসবুকে গুজব ঠেকাতে আইডিগুলো বন্ধে ফেইসবুক কর্তৃপক্ষের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। তারা আমাদের কিছু প্রস্তাব মেনে নিয়েছে। কিছু কিছু গ্রহণ করেনি।’

তবে আমরা বাংলাদেশে তাদের এডমিনিষ্ট্রেনাল অফিস করার জন্য অনুরোধ করেছি। এটি হয়ে গেলে ফেইমবুক নিয়ন্ত্রণ সহজ হবে বলে জানান তিনি

ব্রিফিংয়ে সাংবাদিক নির্যাতনকারীদের গ্রেফতার করতে না পারাটা কি পুলিশের ব্যর্থতা কি না এমন প্রশ্নের জবাবে আইজিপি জাবেদ বলেন, এটা ব্যর্থতা নয়। পুলিশ সব কাজ একদিনে করতে পারে না। কোনো কাজ এ ঘন্টায় করতে পারে আবার কোনো কাজ বহুসময় লাগে। তবে সাংবাদিক নির্যাতনকারীদেরকে ধরতে ইতোমধ্যে মেট্রোপলিটনের এডিশনাল কমিশনারকে নিয়ে একটা কমিটি গঠন করা হয়েছে। কমিটি আপনাদের দেওয়া তথ্যানুযায়ী প্রয়োজনী ব্যবস্থা নিচ্ছেন বলে আমি জানি।’ এ ক্ষেত্রে সাংবাদিকদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করার অনুরোধ জানিয়েন তিনি।

বিজ্ঞাপন

বঙ্গবন্ধুর খুনিদের বিচারের বিষয়ে অপর এক প্রশ্নে তিনি বলেন, বঙ্গবন্ধুর খুনিদের পাঁচজনের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আরও একজনের মৃত্যু হয়েছে। বাকিদের মধ্যে বর্তমানে দু্ইজনের অবস্থান চিহ্নিত করা হয়েছে। তাদের একজন যুক্তরাষ্ট্র এবং অপর একজন কানাডাতে রয়েছে। তাদেরকে দেশে ফিরিয়ে আনতে সেসব দেশের সঙ্গে আলাপ আলোচনা হচ্ছে। বাকিদেরকে চিহ্নিত করার চেষ্টা চলছে। তারা একেক সময় একেক দেশে থাকে। এ জন্য তাদেরকে চিহ্নিত করতে সমস্যা হচ্ছে। তারা কখনও মালেশিয়ায়, যুক্তরাজ্য, ভারত কিংবা অস্ট্রেলিয়ায় থাকছে। যে কারণে তাদেরকে ধরতে একটু সময় লাগছে। তবে সবাইকে দ্রুত ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে কারাবন্দির জন্য সেসব দেশের সঙ্গে আলোচনা হচ্ছে বলে জানান তিনি।

সারাবাংলা /এসএইচ/একে

আইজিপি ঈদযাত্রা ট্রাফিক ফিটনেসহীন গাড়ি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর