কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে’ অস্ত্র ব্যবসায়ী নিহত
১৩ আগস্ট ২০১৮ ১৫:১২
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
কক্সবাজারের মহেশখালীতে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে আব্দুল মালেক(৩০) নামে এক অস্ত্র ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার (১৩ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে শাপলাপুরের একটি পাহাড়ি এলাকায় পুলিশের অভিযানে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল মালেক মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের পানিরছড়া এলাকার বশির আহমদের ছেলে।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, শাপলাপুরের একটি পাহাড়ে দুই সন্ত্রাসীদের গ্রুপের মধ্যে গুলাগুলি চলছে এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে যায় পুলিশ। ওই সময় পুলিশের অবস্থান বুঝতে পেরে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। জবাবে পুলিশও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে তা থেমে গেলে ঘটনাস্থলে আব্দুল মালেকের গুলিবিদ্ধ মরদেহ পাওয়া যায়।
নিহতের মরদেহ উদ্ধার করে মহেশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র মামলাসহ ৮টি মামলা রয়েছে।
ঘটনাস্থল থেকে ৫টি দেশীয় তৈরি অস্ত্র, ৪০ লিটার চোলাই মদ ও ৫ শ‘ ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।
সারাবাংলা/এনএইচ
আরও পড়ুন,
চট্টগ্রামে ‘বন্দুকযুদ্ধে’ ১৮ মামলার আসামির মৃত্যু