Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১ সেপ্টেম্বর থেকে মেডিকেল ভর্তি কোচিং বন্ধের নির্দেশ


১৩ আগস্ট ২০১৮ ১৮:১৮ | আপডেট: ১৩ আগস্ট ২০১৮ ২১:০৪

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

ঢাকা: এবছরের এমবিবিএস ও বিডিএস পরীক্ষা নির্বিঘ্নে করতে আগামী ১ সেপ্টেম্বর থেকে সব ধরনের মেডিকেলে ভর্তি কোচিং সেন্টার বন্ধ করার  নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। একইসঙ্গে প্রশ্নপত্র ফাঁসসহ কোনো গুজব বা ভুয়া তথ্য ফেসবুকসহ ইন্টারনেটে প্রচার করা হলে তার বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সিদ্বান্ত জানান তিনি।

বিজ্ঞাপন

সোমবার ( ১৩ আগস্ট)  এই সিদ্ধান্ত বাস্তবায়নের পদক্ষেপ নিতে স্বাস্থ্য অধিদফতরকে নির্দেশ দেন মন্ত্রী । সর্বোচ্চ স্বচ্ছতার সাথে একটি নিখুঁত ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য তিনি এই নির্দেশনা দেন।

ভর্তি পরীক্ষার কেন্দ্র থেকে প্রশ্নপত্র ফাঁসসহ যেকোনো ধরনের গুজব বা ভূয়া তথ্য যদি কেউ ফেসবুক বা ইন্টারনেটে প্রচার করে তবে তার বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদেরকে নির্দেশ ।

একইসঙ্গে কোনো অনিয়ম বা প্রশ্নপত্র ফাঁসের গুজব না ছড়িয়ে যেকোনো অভিযোগ নিকটস্থ থানা এবং স্বাস্থ্য মন্ত্রণালয় বা স্বাস্থ্য অধিদফতরে দ্রুত জানানোর জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম। এ সময় মেডিকেল ভর্তি কোচিং সেন্টার বন্ধ এবং পরীক্ষা কেন্দ্র করে যেকোনো অপপ্রচার রোধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ অভিভাবক এবং শিক্ষার্থীদের সহায়তা চেয়েছেন তিনি।

৩১ জুলাই মেডিকেলে ভর্তি সংক্রান্ত সিদ্ধান্ত নেয় স্বাস্থ্য মন্ত্রণালয়। তখন জানানো হয়, শিগগিরই এ সংক্রান্ত বিজ্ঞাপন জাতীয় দৈনিকগুলোয় প্রকাশ করা হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০১৮-১৯ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা হবে ৫ অক্টোবর এবং বিডিএস ভর্তি পরীক্ষা হবে ৯ নভেম্বর।মেডিকেল ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে ২৭ আগস্ট , যা চলবে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত।

অন্যদিকে বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৯ নভেম্বর। ১৬ অক্টোবর থেকে এই পরীক্ষায় অংশ নেওয়ার জন্য অনলাইনে আবেদন করা যাবে ২৭ অক্টোবর পর্যন্ত।

সারাবাংলা/জেএ/একে

বিজ্ঞাপন

সর্বদলীয় সভায় যাচ্ছে বিএনপি
১৬ জানুয়ারি ২০২৫ ১৪:৪৫

মুক্তি পেলেন বাবর
১৬ জানুয়ারি ২০২৫ ১৪:৩৬

আরো

সম্পর্কিত খবর