Sunday 13 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাবেক ভিসি আফতাব হত্যা মামলা: তৃপ্তির জামিন নামঞ্জুর


১৩ আগস্ট ২০১৮ ২০:৫১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: সাবেক ভিসি আফতাব হত্যা মামলায় বিএনপির সাবেক সংসদ সদস্য ও দফতর সম্পাদক মফিদুল হাসান তৃপ্তির জামিন নামঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১৩ আগস্ট) ঢাকা মহানগর হাকিম ফাহাদ বিন আমিন চৌধুরী জামিন আবেদন নামঞ্জুর করে রিমান্ড আবেদন পেন্ডিং (নথিভুক্ত) রাখেন।

আসামিপক্ষে রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন আইনজীবী মাসুদ আহম্মেদ তালুকদারসহ আরো অনেকেই।

এর আগে গত ৯ আগস্ট তৃপ্তিকে ঢাকা মহানগর হাকিমের আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক সুব্রত কুমার সাহা। ওই দিন আসামিপক্ষের আইনজীবী মাসুদ আহম্মদ তালুকতার রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, গত ৮ আগস্ট সন্ধ্যা ৬টার দিকে তার বনানীর নিজ বাসা থেকে গ্রেফতার করা হয় বলে সারাবাংলাকে জানিয়েছেন সিআইডির সহকারী পুলিশ সুপার (এএসপি) শারমিন জাহান।

সারাবাংলা/এআই/এমও

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর