Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাবালে নূরের অপর চালক জোবায়েরের স্বীকারোক্তি


১৩ আগস্ট ২০১৮ ২২:০৮

।। স্টাফ করেসপন্ডন্ট।।

ঢাকা: রাজধানীর বিমানবন্দর সড়কে বাসচাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় জাবালে নূরের ঘাতক বাসের চালকের পর প্রতিযোগিতায় লিপ্ত অপর বাসের চালক মো. জোবায়ের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাকেসহ অপর তিন আসামিকে আদালত কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

সোমবার (১৩ আগস্ট) রিমান্ড শেষে আসামিদের আদালতে হাজির করে বাসচালক মো. জোবায়েরের স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও অপর তিন আসামি বাসচালক মো. সোহাগ আলী, চালকের সহকারী মো. এনায়েত হোসেন, ও চালকের সহকারী মো. রিপন হোসেনকে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশ পরিদর্শক কাজী শরিফুল ইসলাম।।

এ দিন ঢাকা মহানগর হাকিম কেশব রায় চৌধুরী তিন আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ঢাকা মহানগর হাকিম গোলাম নবী জড়িত থাকা আসামি জোবায়ের জবানবন্দি রেকর্ড করেন। চালক জোবায়ের আদালতে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। একই সাথে অপর তিন আসামিকে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করা হয়।

জড়িত আসামি এনায়েতের পক্ষে কোন আইনজীবী ছিলেন না। আপর দুই আসামি আইনজীবী ইমরান হোসেন জামিনের আবেদন করে শুনানি করেন। শুনানি শেষে আদালত আসামির জামিন নামঞ্জুরের আদেশ দেন। গত ৬ আগস্ট এ চার আসামির ৭ দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।

গত ২৯ জুলাই দুপুর সাড়ে ১২টার দিকে আবদুল্লাহপুর-মোহাম্মদপুর রুটে চলাচলকারী জাবালে নূর পরিবহনের তিনটি বাসের রেষারেষিতে এ দুর্ঘটনা ঘটে। এতে শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দ্বাদশ শ্রেণির মানবিক বিভাগের শিক্ষার্থী আবদুল করিম রাজিব ও একই কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী দিয়া খানম মিম নিহত হন। এছাড়াও আরও অন্তত ১৫ জন আহত হয়। ওই ঘটনায় ওই রাতেই রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় নিহত দিয়া খানম মিমের বাবা জাহাঙ্গীর আলম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এআই/এমএইচ

বিজ্ঞাপন
সর্বশেষ

বিপদসীমার ওপরে পানি, ৪৪ জলকপাট খোলা
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৫:০৬

তৃতীয় দিনের খেলাও পরিত্যক্ত
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৫৪

সিটিকে সরিয়ে শীর্ষে লিভারপুল
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩:২০

পদ্মায় কমেছে পানি, থামছে না ভাঙন
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩:১৯

সম্পর্কিত খবর