Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খিলগাঁওয়ে ‘বন্দুকযুদ্ধে’ একজনের মৃত্যু, পরিচয় জানে না পুলিশ


১৪ আগস্ট ২০১৮ ০৯:৪১

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা : রাজধানীর খিলগাঁওয়ে গোয়েন্দা পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজন মারা গেছেন।

সোমবার (১৩ আগস্ট) দিবাগত রাতে খিলগাঁওয়ের নাগদারপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

পরে মঙ্গলবার (১৪ আগস্ট) ভোর পৌনে ৬টার দিকে ওই ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তৃব্যরতরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আনুমানিক ৩৫ বছর বয়সী নিহত ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।

খিলগাঁও থানার উপ পরিদর্শক (এসআই) আজদ হাওলাদার জানান, গতরাত পৌনে ৪টার দিকে নাগদারপাড় এলাকায় ডিবি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক ব্যক্তি গুলিবিদ্ধ হন। এমন সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় খিলগাঁও থানা পুলিশ। তবে সেখানকার চিকিৎসক ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন।

মৃত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি উল্লেখ করে এসআই আজাদ হাওলাদার বলেন, তার পরনে ছিল জিন্সের প্যান্ট ও গেঞ্জি। ময়না তদন্তের জন্য লাশটি ঢামেকের মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।

সারাবাংলা/এসএমএন

বন্দুকযুদ্ধ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর