কক্সবাজারে র্যাবের সাথে বন্দুকযুদ্ধে ২ ইয়াবা ব্যবসায়ী নিহত
১৪ আগস্ট ২০১৮ ১২:১২
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
কক্সবাজারের রামুতে র্যাবের সঙ্গে ইয়াবা পাচারকারীদের বন্দুকযুদ্ধে ২ ইয়াবা ব্যবসায়ী নিহত হয়েছেন। তাদের পরিচয় রতন রৌদ্র ও নেজাম উদ্দিন। মঙ্গলবার (১৪ আগস্ট) সকাল ৭টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামুর পানেরছড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ৪ লাখ ৫০ হাজার পিস ইয়াবা ও ৪টি দেশি ও বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।
কক্সবাজার র্যাব-৭ এর সহকারী পরিচালক মিমতানুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রামুর পানেরছড়া বাজার এলাকায় চেকপোস্টে চট্টগ্রামমুখী একটি তেলের ট্যাংকার লরিকে থামানোর সংকেত দেয় র্যাব। কিন্তু লরি থেকে র্যাবকে লক্ষ্য করে অতর্কিত গুলি ছুড়া হয়। আত্মরক্ষা করতে র্যাবও পাল্টা গুলি ছুড়ে। পরে ঘটনাস্থলে রতনে রৌদ্র ও নেজাম উদ্দিন নামের দুই জনের গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখা যায়।
তিনি আরও জানান, ওই লরিতে করে ইয়াবা পাচার করছিল ইয়াবা ব্যবসায়ীরা। গাড়িতে মোট চারজন অবস্থান করছিল। গোলাগুলির সময় দুইজন পালিয়ে যায় ও বাকি দুইজন গুলিবিদ্ধ হয়ে মারা যান। লরিটি জব্দ করা হয়েছে।
সারাবাংলা/এনএইচ
আরও পড়ুন,
খিলগাঁওয়ে ‘বন্দুকযুদ্ধে’ একজনের মৃত্যু, পরিচয় জানে না পুলিশ