Friday 02 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একজনের মৃত্যু


১৪ আগস্ট ২০১৮ ১২:১৩

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম নগরীতে গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণে কামাল উদ্দিন (৪৫) নামে একজন মারা গেছেন।

মঙ্গলবার (১৪ আগস্ট) সকালে কর্ণফুলী নদী সংলগ্ন ঝুট র‌্যালী ঘাট-২ এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

নিহত কামাল উদ্দিন পেশায় ভ্যান চালক বলে জানা গেছে।

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের সহকারি পরিচালক কামাল উদ্দিন ভূঁইয়া সারাবাংলাকে জানান, নিহত কামালের ভ্যানে করে ওয়েল্ডিং কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারটি জাহাজে তোলার জন্য ঘাটে আনা হয়েছিল। নদীর পাড়ে সিলিন্ডারটি ভ্যান থেকে নামানোর সময় হাত থেকে পড়ে গিয়ে তাতে বিষ্ফোরণ হয়। এতে ঘটনাস্থলেই চালক কামাল মারা যান।

সারাবাংলা/আরডি/এসএমএন

 

গ্যাস সিলিন্ডার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর