Saturday 26 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চবির ১৮ শিক্ষক আত্মীকরণের সিদ্ধান্ত বহাল


১৪ আগস্ট ২০১৮ ১৩:১০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষা ও গবেষণা ইনসস্টিটিউটের (আইইআর) ১৮ শিক্ষক আত্মীকরণ বাতিলের সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ।

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আবেদন নিষ্পত্তি করে মঙ্গলবার (১৪ আগস্ট) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেৃতত্বে চার বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন।

গত ২৪ জুন ১৮ শিক্ষকের আত্মীকরণের সিদ্ধান্ত বাতিল করে চবি কর্তৃপক্ষ। এই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে পৃথক দুটি রিট দায়ের করলে গত ১৫ জুলাই হাইকোর্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত ছয় মাসের জন্য স্থগিত করেন। একই সঙ্গে ওই সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে রুল জারি করেন। হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে চবি কর্তৃপক্ষ আপিল বিভাগে আবেদন করেন।

বিজ্ঞাপন

আজ ওই আবেদনের উপর শুনানি অনুষ্ঠিত হয়। শিক্ষকদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন। চবির পক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

পরে এ এম আমিন উদ্দিন জানান, আপিল বিভাগ হাইকোর্টের আদেশ বহাল রেখে রুল নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন।

সারাবাংলা/এজেডকে/এনএইচ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

বিজ্ঞাপন

পোড়া প্রজাপতি
২৬ জুলাই ২০২৫ ১৭:২৯

আরো

সম্পর্কিত খবর